Sourav Ganguly : ভারতীয় ক্রিকেটে আবার 'প্রশাসক' সৌরভের উত্থান! আর মাত্র ক'টা দিনের অপেক্ষা, সমর্থন ইস্টবেঙ্গলের!

Last Updated:

Sourav Ganguly- আসন্ন সিএবি নির্বাচনের ভোটের দামামা বাজিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব। সভাপতি পদে সৌরভকে সমর্থন করবে ইস্টবেঙ্গল, ঘোষণা লাল হলুদ শীর্ষ কর্তার। ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা।

News18
News18
কলকাতা : আবার নতুন ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে! আর তারই প্রস্তুতি এখন তুঙ্গে।
“সৌরভ আমাদের কাছে জানিয়েছিল, ও সিএবি প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়াবে, আমাদের কাছে সমর্থন চেয়েছিল। আমরা সৌরভকে সমর্থন করব। ভারত তথা পৃথিবীর বিখ্যাত ক্রিকেটার সৌরভ, ওর পাশে ইস্টবেঙ্গল ক্লাব রয়েছে।” সিএবি নির্বাচনের আগে অকপট ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
আসন্ন সিএবি নির্বাচনের ভোটের দামামা বাজিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব। সভাপতি পদে সৌরভকে সমর্থন করবে ইস্টবেঙ্গল, ঘোষণা লাল হলুদ শীর্ষ কর্তার। ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। সেখানে মূল আলোচ্য বিষয়, নতুন কমিটির নির্বাচন।
advertisement
advertisement
ইতিমধ্যে সিএবির নির্বাচনী হাওয়া জোরালোভাবে বইতে শুরু করেছে। বর্তমান সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় কমিটির তিন বছরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী, নতুন কমিটি গঠন হবে। সেখানে সৌরভ সভাপতি পদে লড়বেন বলে ইতিমধ্যেই নিউজ এইট্টিন বাংলাকে জানিয়েছিলেন।
সৌরভ সভাপতি পদে লড়ার খবর প্রকাশিত হওয়ার পরেই ময়দানের নির্বাচনের অঙ্কে অনেক বদল হচ্ছে। ঘটনা হল, সাম্প্রতিক সময় সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়াও দেখা করেছিলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে। যদিও সেটি বর্তমানের নির্বাচন নয়, অতীতের একটি ঘটনা প্রসঙ্গে সাক্ষাৎ ছিল বলে জানান ইস্টবেঙ্গল শীর্ষকর্তা।
advertisement
সৌরভকে সমর্থন জানালেও সিএবির বাকি পদে কারা বসবেন? তা চূড়ান্ত হয়নি বলেই জানান ইস্টবেঙ্গল কর্তা। দেবব্রত সরকার বলেন, অন্য কাউকে নয় আমরা সৌরভের সঙ্গেই আছি। তবে সৌরভ ছাড়া বাকি যে পথগুলো রয়েছে তা নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা হবে আমাদের সঙ্গে। তার পর সিদ্ধান্ত নেব, সৌরভের পুরো প্যানেল সমর্থন করব কিনা! তবে এটুকু বলতে পারি, সিএবিতে অনেক তরুণ প্রতিনিধিরাও এসেছেন, যাঁরা ভাল কাজ করছেন। তাদেরও সুযোগ দেওয়া উচিত।
advertisement
সিএবি নির্বাচনের আগে বেশ কিছু নজিরবিহীন ঘটনা ঘটেছে। দুর্নীতির অভিযোগে সাসপেন্ড হয়েছেন যুগ্ম সচিব দেবব্রত দাস। এছাড়াও কোষাধ্যক্ষ কিংবা অন্য সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। যার ফলে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে বলেই মনে করছে ময়দানের বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন- কেকেআরে আবার নতুন ক্যাপ্টেন! এবার বিরাট বড় নাম, রাহানের সময় শেষ কলকাতায়!
সিএবির ভাবমূর্তি ফেরাতে সৌরভকে প্রয়োজন বলেই ইস্টবেঙ্গল ক্লাব ঘোষণা করে দিল। ইতিমধ্যেই সিএবি ভোট যে আসছে তা বোঝা যাচ্ছে। প্রত্যেকদিন সিএবিতে সদস্যদের জমাটি বৈঠক চলছে।
advertisement
গত একমাস আগেও যারা সৌরভের বিরোধীতা করতে পারেন বলে মনে করা হচ্ছিল, তাঁদের অনেকই এখন মহারাজের দরবারে হাজির। ঘরোয়া আলোচনায় নিজপক্ষ গোছানোর তোড়জোড়। এই প্রেক্ষাপটে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সাংবাদিক সম্মেলন অবশ্যই বিশেষ বার্তাবহন করে। সৌরভ অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly : ভারতীয় ক্রিকেটে আবার 'প্রশাসক' সৌরভের উত্থান! আর মাত্র ক'টা দিনের অপেক্ষা, সমর্থন ইস্টবেঙ্গলের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement