Bengal Cricket : বাংলা দলের সঙ্গে নিজে ফিটনেস ট্রেনিং করবেন সৌরভ, দেবেন ভোকাল টনিক

Last Updated:

Sourav Ganguly will be interacting and training with Bengal Cricket team. বাংলা দলের সঙ্গে ফিটনেস ট্রেনিং করবেন সৌরভ, দেবেন ভোকাল টনিক

লক্ষ্মীর সঙ্গে তাড়াতাড়ি ট্রেনিং শুরু করবেন সৌরভ
লক্ষ্মীর সঙ্গে তাড়াতাড়ি ট্রেনিং শুরু করবেন সৌরভ
#কলকাতা: তিনি যতই নিজের কাজে ব্যস্ত থাকুন না কেন, ভারতীয় দলের পাশাপাশি নিজের রাজ্য দল অর্থাৎ বাংলা কেমন পারফর্ম করছে, সব সময় নজর রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বাংলার কোচ নির্বাচন থেকে শুরু করে, বিদেশে ট্রেনিং করতে যাওয়ার ব্যবস্থা, সবই করে দিয়েছেন সৌরভ। সেরা প্রস্তুতি নিয়ে যাতে ঘরোয়া ক্রিকেটে নামতে পারে বাংলা দল সেদিকে নজর রয়েছে সৌরভের।
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে লক্ষ্মী-সৌরভ অনেক ম্যাচেই খেলেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে দু’জনে রাজ্য দলকে অনেক ম্যাচে জিতিয়েছেন। বত্রিশ বছর ধরে রঞ্জি ট্রফি অধরা বাংলার। সেই খরা মেটাতে সৌরভ-লক্ষ্মী জুটি আবার এক হচ্ছেন। ‘দাদা’ কথা দিয়েছেন, বাংলার রঞ্জি ট্রফি প্রস্তুতিতে আসবেন। ক্রিকেটারদের ‘ভোকাল টনিক’ তো দেবেনই, নিজে ট্রেনিংও করবেন বলে জানিয়েছেন।
advertisement
সৌরভ নিজে লেজ়েন্ডস লিগের প্রীতি ম্যাচে খেলতে নামছেন ১৬ সেপ্টেম্বর। ইডেনের সেই ম্যাচে মহারাজা দলের নেতৃত্ব দেবেন প্রাক্তন অধিনায়ক। ফের টস করতে দেখা যাবে তাঁকে ইডেনে। তাঁর অধীনে থেলবেন বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ, জাহির খান, ইরফান পাঠানের মতো প্রাক্তন সতীর্থরা।
advertisement
advertisement
প্রতিপক্ষ বিশ্ব একাদশ দলে থাকছেন ডেল স্টেন, শেন ওয়াটসন, মুথাইয়া মুরলীধরনের মতো তারকারা। সেই ম্যাচের জন্য নিজেও প্রস্তুতি নেবেন সৌরভ। সম্ভবত বাংলা দলের সঙ্গে ট্রেনিং করেই নিজেকে তৈরি করতে চান তিনি। নেটে ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়তো করতে দেখা যাবে তাঁকে।
বৃষ্টি থামার পরেই মাঠে অনুশীলন ‌শুরু করবে বাংলা দল। তখনই হয়তো লক্ষ্মী, মনোজদের সঙ্গে আবার ক্রিকেট প্রস্তুতিতে দেখা যাবে সৌরভকে। রঞ্জি ট্রফির জন্য শুভেচ্ছা জানিয়ে নতুন কোচ লক্ষ্মীকে সৌরভ বলেন, মানসিক ভাবে শক্তিশালী করে তুলতে হবে দলকে।
advertisement
লক্ষী ও আগে থেকেই বাংলার ক্রিকেটারদের নিয়ে মিলিটারি ট্রেনিং শুরু করেছেন। পোশাকি নাম বুট ক্যাম্প। শাহাবাজ, আকাশ, ঋত্বিক, ঈশান, অভিমুন্যদের ফিটনেস নিয়ে আলাদা নজর দেওয়া হয়েছে এবার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Cricket : বাংলা দলের সঙ্গে নিজে ফিটনেস ট্রেনিং করবেন সৌরভ, দেবেন ভোকাল টনিক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement