World Cup 2019: ট্যুইটারে কার উদ্দেশে সৌরভ লিখলেন ‘Attention Seeker’ ? জেনে নিন
Last Updated:
#লন্ডন: বিশ্বকাপ চলাকালীনই হঠাৎ নতুন করে উত্তাপ ছড়াল সোশ্যাল মিডিয়ায় ৷ আর সেটাও প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকারদের মধ্যে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইট করেছিলেন, ‘‘ ট্যুইটারে ওর কমেন্টগুলি দেখে মনে হয় যে কোনও মাথামুণ্ডু নেই ব্যাটিংয়ের ৷ বুদ্ধিরও অভাব রয়েছে ৷ সকলের দৃষ্টি আকর্ষণ করতেই ও ভালোবাসে ৷ তবে নেতিবাচক অর্থে ৷ ’’ এই ট্যুইট তিনি কার উদ্দেশে করেছিলেন, তাঁর নাম অবশ্য সেইসময় উল্লেখ করেননি সৌরভ ৷
His comments on Twitter is a bit like his batting meaningless and and lack of ideas .. may be just an attention seeker...in the negative way
— Sourav Ganguly (@SGanguly99) June 9, 2019
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ট্যুইট সতীর্থ ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর না কি ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল ভন, কার বিরুদ্ধে ছিল, তা নিয়ে ধন্দে ছিল নেটিজেনরা ৷ বিষয়টা বুঝতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ৷ তবে সৌরভের ট্যুইট যে সঞ্জয় মঞ্জরেকরের উদ্দেশে ছিল, সেটা মঞ্জরেকরের করা একটা ট্যুইট থেকেই স্পষ্ট হয় ৷
advertisement
Always happy when Sourav Ganguly is in commentary. You get to relax not just in between commentary stints but during it too. — Sanjay Manjrekar (@sanjaymanjrekar) June 9, 2019
কিছু দিন আগে সৌরভকে খোঁচা মেরে ট্যুইট করেছিলেন তাঁর সতীর্থ ধারাভাষ্যকার মঞ্জরেকর। তিনি লিখেছিলেন, ‘'সৌরভ গঙ্গোপাধ্যায় ধারাভাষ্য দিতে এলে নিশ্চিন্তে বিশ্রাম নেওয়া যায়। ধারাভাষ্যের ফাঁকেও যেমন, তেমনই কমেন্ট্রি করার সময়েও রিল্যাক্স করা যায়।'’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 11, 2019 3:28 PM IST