ফের কি ভারতীয় ক্রিকেটে মহারাজকীয় প্রত্যাবর্তন ঘটবে সৌরভের, মঙ্গলে 'দাদার' ভাগ্য নির্ধারণ

Last Updated:

মঙ্গলবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। নির্বাচিত হবে নতুন প্যানেল। সঙ্গে নির্ধারিত হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য।

ঈরণ রায় বর্মন, কলকাতা: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুড়ে দাঁড়ানো সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নতুন কিছু নয়। লড়াই করে ফিরে আসা যে তার মজ্জাগত স্বভাব। বরাবর শেষ মুহূর্তে খেলা ঘোরানো পছন্দ করেন তিনি। এবারও কী তেমন কিছু দেখা যাবে। ইতিমধ্যেই সিএবি সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা করে চমক দিয়েছেন সৌরভ। মঙ্গলবার বিসিসআইয়ের সভায় শেষ মুহূর্তে কোন নাটকীয় পট পরিবর্তন হয় কিনা সেদিকেই নজর সকলের।
ভারতীয় ক্রিকেট প্রশাসনের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে রজার বিনি যে বসতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিৎ। ১৮ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। মঙ্গলবার সরকারিভাবে বিসিসিআই সভাপতি হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে সৌরভের। বর্তমান সভাপতি হিসেবে শেষবার বৈঠকে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের নতুন প্যানেলেও নির্বাচিত হবে মঙ্গলের বৈঠকে।
advertisement
advertisement
বোর্ডের নতুন প্যানেলের পাশাপাশি আইসিসির নির্বাচনে ভারতীয় বোর্ডের তরফে কাউকে প্রার্থী করা হবে কিনা। আর প্রার্থী করার সিদ্ধান্ত গৃহীত হলে কে তিনি, তাও মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ড সূত্রে খবর, বিসিসিআই সভাপতির পদ খোয়ালেও সৌরভের আইসিসি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা এখনও আছে। যদিও পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআইয়ের ক্ষমতাসীন গোষ্ঠী জয় শাহদের উপর।
advertisement
প্রসঙ্গত, আইসিসিতে প্রার্থী হওয়ার দৌড়ে নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। ফলে সৌরভের আইসিসি-তে যাওয়ার লড়াইটা খুব একটা সহজ হবে না। তবে বিসিসিআই সূত্রে খবর, বিগত কয়েক দিনে বোর্ডের অন্দরে সৌরভের পরিস্থিতি আগের থেকে একটু ভালো জায়গায় এসেছে। আগামী ২০ অক্টোবর আইসিসির নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষ দিন। আর সিএবি’র মনোনয়ন দেওয়ার শেষদিন ২২ অক্টোবর। ফলে মঙ্গলে সৌরভ গঙ্গোপাধ্যায়ে ভাগ্যের চাকা আরও একবার ঘোরে কিনা সেটাই দেখার। মিরাকেল ঘটার অপেক্ষায় সৌরভ ভক্তরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফের কি ভারতীয় ক্রিকেটে মহারাজকীয় প্রত্যাবর্তন ঘটবে সৌরভের, মঙ্গলে 'দাদার' ভাগ্য নির্ধারণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement