টি-২০ বিশ্বকাপেরে ফাইনালে উঠবে কী টিম ইন্ডিয়া, বড় মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
প্রথম দুটি ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরপদ্ধে হােরর মুখ দেখতে হয়েছে ভারতকে। প্রতিযোগিতায় ভারতের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
#কলকাতা: টি-২০ বিশ্বকাপে শুরুটা দুরন্ত করেছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি প্রতিেবশী দেশ পাকিস্তানকে হারায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয় পায় ভারত। কিন্তু তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধাক্কা খেতে হয় রোহিত শর্মার দলকে। যার ফলে ভারতের সেমি ফাইনালে ওঠা নিয়ে একটু চিন্তিত ফ্যানেরা। এবার টি-০২ বিশ্বকাপে ভারতের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এজিএমে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই ভারতীয় দল ও টি-২০ বিশ্বকাপ নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের ভবিষ্যৎ নিয়ে একেবারেই উগ্বিগ্ন নন সৌরভ। উল্টে ভারতকে প্রতিযোগিতার শুধু সেমিফাইনাল নয়, ফাইনালেও দেখতে পাচ্ছেন প্রাক্তন বিসিিসআই প্রেসিডেন্ট।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,‘এপর্যন্ত ভারত একটা মাত্র ম্যাচ হেরেছে। একটা হারে কিচ্ছু যায় আসে না। ওরা ভালো দল। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে এবং সেমিফাইনালে জায়গা করে নেবে।’ এছাড়াও বলেন, ‘একবার সেমিফাইনালে উঠলে বাকিটা দু’ম্যাচের বিষয়। সেই দু'টি ম্যাচে যা কিছু ঘটতে পারে। তবে হ্যাঁ, ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে।'
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs NZ: ভারতীয় ক্রিকেটে এবার ‘বড়’ বদলের ইঙ্গিত, আর বোধহয় টি টোয়েন্টি খেলা হবে না দুই তারকার
প্রসঙ্গত, বুধবার টি-২০ বিশ্বকাপে চতুর্থ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কিছুটা চিন্তায় রেখেছে ভারতীয় দলকে। তবে খেলা হলে ম্যাচ জিতে সেমি ফাইনালের পথে আরও এক পা এগোবে টিম ইন্ডিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 3:02 PM IST