IND vs NZ: ভারতীয় ক্রিকেটে এবার ‘বড়’ বদলের ইঙ্গিত, আর বোধহয় টি টোয়েন্টি খেলা হবে না দুই তারকার

Last Updated:

বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুই ক্রিকেটারকেই এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে৷

India vs New Zealand end of road for Dinesh Karthik Ravichandran Ashwin in T20 format
India vs New Zealand end of road for Dinesh Karthik Ravichandran Ashwin in T20 format
#মুম্বই:  অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ দীনেশ কার্তিক আর রবিচন্দ্রন অশ্বিনের শেষ টি টোয়েন্টির শেষ খেলা৷ চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচন কমিটি ২০২৪ মাথায় রেখে এগোন শুরু করে দিল৷ ১৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য হার্দিক পান্ডিয়া অধিনায়ক নির্বাচিত হয়েছেন৷ সোমবার এই দল নির্বাচন মাথায় রেখে সোজা বোঝা যাচ্ছে আর সিনিয়রদের রাখতে চাইছেন না৷
বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুই ক্রিকেটারকেই এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে৷ পাশাপাশি কেএল রাহুল ব্যক্তিগত কারণে বিশ্রামে গেছেন৷ ভারতের জন্য ছোট ছোট পর্বে বদল শুরু হয়ে গেল সেটা কোনও ভাবেই অস্বীকার করা যাবে না৷ কার্তিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ২০২২ এ ২৭ টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে৷ কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে তাঁকে নিয়ে কোনও ভাবনাচিন্তা রাখা হয়নি৷ আর তাঁর সঙ্গেই ছেঁটে ফেলা হয়েছে অশ্বিনকে৷ যাঁকে রোহিতের কথায় টি টোয়েন্টি বিশ্বকাপে চার বছর বাদে ফিরিয়ে আনা হয়েছিল৷
advertisement
advertisement
প্রধান নির্বাচক চেতন শর্মা দুটি আলাদা আলাদা টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছিলেন৷ ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেন, ‘‘ওয়ার্ল্ড কাপ কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে৷ আমরা তাই কাকে বিশ্রাম দেওয়া হবে কীভাবে দেওয়া হবে তা নিয়ে ভাবনাচিন্তা করেছি৷ কার্তিককে নির্বাচনের জন্য পাওয়া যেত কিন্তু আমরা বিশ্বকাপের পর সিদ্ধান্ত নিয়েছি যে যাঁদের দেখা হয়নি তাঁদের সুযোগ দেব৷ ’’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে পিঠে চোট লাগায় কার্তিক বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও অনিশ্চিত৷
advertisement
কিন্তু চেতন শর্মা কার্তিকের চোটের বিষয়ে কোনও আপডেট দেননি৷ গত ২৭ টি টিয়োন্টি ম্যাচে খেলেছেন তিনি৷ মেডিকেল দল তাঁকে দেখছে এই কথাই বলেছেন দীনেশ কার্তিক৷ তিনি বলেন, ‘‘মেডিকেল দল তাকে দেখছেন এটা ইন্টারনাল বিষয় তাই এই বিষয়ে এখনই খোলসা করে কিছু বলা ঠিক হবে না৷ উনি বিশ্বকাপের অংশ, আর উনি ভাল করছেন৷ ’’
advertisement
কিন্তু থিঙ্কট্যাঙ্কের ইঙ্গিত অনুযায়ী এবার দীনেশ কার্তিককে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের৷ ২০১৯ বিশ্বকাপে তাঁর একদিনের ক্রিকেট কেরিয়ার খতম হয়েছিল আর ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ সম্ভবত তাঁর আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারও শেষ হল৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: ভারতীয় ক্রিকেটে এবার ‘বড়’ বদলের ইঙ্গিত, আর বোধহয় টি টোয়েন্টি খেলা হবে না দুই তারকার
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement