Sourav Ganguly on Virat Kohli: বিরাটকে তাঁর কেমন লাগে? বিতর্কের মধ্যেই মুখ খুললেন সৌরভ

Last Updated:

এই মুহূর্তে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সরগরম রয়েছে ভারতীয় ক্রিকেট (Sourav Ganguly on Virat Kohli)৷

বিরাটকে নিয়ে মুখ খুললেন সৌরভ৷ Photo-File
বিরাটকে নিয়ে মুখ খুললেন সৌরভ৷ Photo-File
#গুরুগ্রাম: অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে বিতর্কের মধ্যেই বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে ফের মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে অধিনায়কত্ব নিয়ে বিতর্ক নয়, ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিকে তাঁর কেমন লাগে, সেটাই প্রকাশ্যে জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly on Virat Kohli)৷
বিসিসিআই প্রেসিডেন্টের কথায়, বিরাট কোহলির অ্যাটিটিউড তাঁর খুবই পছন্দ৷ কিন্তু বিরাট যেভাবে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন, তা তাঁর ঘোর অপছন্দের বলেই জানিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক৷
ক্রিকট্র্যাকার ডট কম-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ দিন গুরুগ্রামে একটি অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে বিরাট কোহলিকে নিয়ে নিজের অভিমত জানান সৌরভ৷ সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন কোন ক্রিকেটারের মনোভাব তাঁর সবচেয়ে ভাল পছন্দের? জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, 'আমার বিরাট কোহলির অ্যাটিটিউড ভালো লাগে, কিন্তু ও বড্ড ঝগড়া করে৷'
advertisement
advertisement
এই মুহূর্তে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সরগরম রয়েছে ভারতীয় ক্রিকেট৷ কারণ সৌরভের দাবিকে নস্যাৎ করে দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট দাবি করেন, টি টোয়েন্টি অধিনায়কত্ব থেকে তাঁকে সরানো নিয়ে বোর্ডের তরফে আগাম কিছুই জানানো হয়নি৷
advertisement
যদিও সৌরভ তাঁর কয়েক দিন আগেই সংবাদমাধ্যমে জানান, তিনি নিজে ব্যক্তিগতভাবে অধিনায়ক থাকার জন্য অনুরোধ করেছিলেন৷ দু' জনের পরস্পর বিরোধী মন্তব্যে জোরদার বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে৷ যদিও বিরাটের দাবির পর পাল্টা কোনও মন্তব্য করেননি সৌরভ৷ এই পরিস্থিতির মধ্যে এ দিন বিরাটকে নিয়ে তাঁর মূল্যায়ন ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন জল্পনা তৈরি করল৷
advertisement
সৌরভকে এ দিন আরও প্রশ্ন করা হয়, নিজের জীবনে কীভাবে স্ট্রেস সামলান তিনি? জবাব হাল্কা মেজাজে প্রাক্তন ভারতীয় অধিনায়কের জবাব, 'জীবনে স্ট্রেস বলে এমনিতে কিছু নেই৷ শুধু স্ত্রী এবং বান্ধবীরাই স্ট্রেস তৈরি করে!'
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly on Virat Kohli: বিরাটকে তাঁর কেমন লাগে? বিতর্কের মধ্যেই মুখ খুললেন সৌরভ
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement