Sourav Ganguly on Virat Kohli: বিরাটকে তাঁর কেমন লাগে? বিতর্কের মধ্যেই মুখ খুললেন সৌরভ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই মুহূর্তে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সরগরম রয়েছে ভারতীয় ক্রিকেট (Sourav Ganguly on Virat Kohli)৷
#গুরুগ্রাম: অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে বিতর্কের মধ্যেই বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে ফের মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে অধিনায়কত্ব নিয়ে বিতর্ক নয়, ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিকে তাঁর কেমন লাগে, সেটাই প্রকাশ্যে জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly on Virat Kohli)৷
বিসিসিআই প্রেসিডেন্টের কথায়, বিরাট কোহলির অ্যাটিটিউড তাঁর খুবই পছন্দ৷ কিন্তু বিরাট যেভাবে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন, তা তাঁর ঘোর অপছন্দের বলেই জানিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক৷
ক্রিকট্র্যাকার ডট কম-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ দিন গুরুগ্রামে একটি অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে বিরাট কোহলিকে নিয়ে নিজের অভিমত জানান সৌরভ৷ সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন কোন ক্রিকেটারের মনোভাব তাঁর সবচেয়ে ভাল পছন্দের? জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, 'আমার বিরাট কোহলির অ্যাটিটিউড ভালো লাগে, কিন্তু ও বড্ড ঝগড়া করে৷'
advertisement
advertisement
এই মুহূর্তে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সরগরম রয়েছে ভারতীয় ক্রিকেট৷ কারণ সৌরভের দাবিকে নস্যাৎ করে দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট দাবি করেন, টি টোয়েন্টি অধিনায়কত্ব থেকে তাঁকে সরানো নিয়ে বোর্ডের তরফে আগাম কিছুই জানানো হয়নি৷
advertisement
যদিও সৌরভ তাঁর কয়েক দিন আগেই সংবাদমাধ্যমে জানান, তিনি নিজে ব্যক্তিগতভাবে অধিনায়ক থাকার জন্য অনুরোধ করেছিলেন৷ দু' জনের পরস্পর বিরোধী মন্তব্যে জোরদার বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে৷ যদিও বিরাটের দাবির পর পাল্টা কোনও মন্তব্য করেননি সৌরভ৷ এই পরিস্থিতির মধ্যে এ দিন বিরাটকে নিয়ে তাঁর মূল্যায়ন ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন জল্পনা তৈরি করল৷
advertisement
সৌরভকে এ দিন আরও প্রশ্ন করা হয়, নিজের জীবনে কীভাবে স্ট্রেস সামলান তিনি? জবাব হাল্কা মেজাজে প্রাক্তন ভারতীয় অধিনায়কের জবাব, 'জীবনে স্ট্রেস বলে এমনিতে কিছু নেই৷ শুধু স্ত্রী এবং বান্ধবীরাই স্ট্রেস তৈরি করে!'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2021 1:39 AM IST