Sourav Ganguly: ইডেন টেস্ট পর ফের শামিকে নিয়ে মুখ খুললেন সৌরভ, গম্ভীরকে বড় বার্তা দাদার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীরের কোচিং ভবিষ্যৎ, দলের পিচ নীতি এবং মহম্মদ শামির কামব্যাক প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীরের কোচিং ভবিষ্যৎ, দলের পিচ নীতি এবং মহম্মদ শামির কামব্যাক প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সৌরভ জানান, তিনি গম্ভীরকে অত্যন্ত পছন্দ করেন এবং বিশ্বাস করেন যে তিনি ভারতের প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। তবে তার মতে, ভারতকে এখন ভালো এবং ব্যালান্সড পিচে খেলা শুরু করতে হবে, যা দলের সামগ্রিক উন্নতির জন্য জরুরি।
এছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষভাবে জোর দেন মহম্মদ শামির প্রত্যাবর্তনের ওপর। দুর্দান্ত রনজি মরশুম সত্ত্বেও শামিকে সাম্প্রতিক সিরিজে দলে রাখা হয়নি, যা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। প্রথম তিন ম্যাচে ১৫ উইকেট নেওয়া এই পেসার শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, দুই বছর আগে। রবিবার অসমের বিপক্ষে বাংলার হয়ে খেলে শামি আবারও তার সক্ষমতা প্রমাণ করেন, দিনের শেষে ২২-৪-৬২-২ বোলিং ফিগার যথেষ্ট প্রশংসনীয়।
advertisement
সৌরভের মতে, শামি ভারতীয় টেস্ট দলে থাকার পূর্ণ যোগ্য। তিনি মনে করেন, ভারতের পেস আক্রমণের স্তম্ভ হিসেবে বুমরা ও সিরাজের সঙ্গে শামির উপস্থিতি গম্ভীরের অধীনে দলকে আরও শক্তিশালী করবে। তার মন্তব্য—“শামি এবং স্পিনাররাই তার জন্য টেস্ট জিতবে”। ভারতের বোলিং শক্তির প্রতি আস্থা রাখার কথাও বলেন সৌরভ।
advertisement
এনডিটিভিকে দেওয়া আলাদা সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় পিচ-নির্ভর ক্রিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি চান ভারত এমন উইকেটে খেলুক যেখানে ব্যাটাররা ৩৫০–৪০০ রান তুলতে পারে। ইংল্যান্ড সফরে ২–২ ড্র করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বড় স্কোর করলেই টেস্ট ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা যায় এবং প্রতিপক্ষের ওপর চাপ তৈরি হয়।
advertisement
সবশেষে, তিনি জোর দিয়ে বলেন যে ভারতকে এমন উইকেটে খেলা উচিত যেখানে ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়াতে পারে। তার মতে, দ্রুত শেষ হওয়া তিন দিনের ম্যাচ ভারতীয় দলের উন্নতির পথে বাধা। সৌরভের পরামর্শ—গম্ভীরকে খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখতে হবে, ভালো পিচে খেলতে হবে এবং কৌশলগতভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 2:18 PM IST

