শূন্য রান দিয়ে নিলেন ৫ উইকেট! ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার

Last Updated:

Who Is Amit Shukla Indian Spinner Create History: ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রাণ রনজি ট্রফিতে তৈরি হল নতুন ইতিহাস। হরিয়ানার রোহতকে হরিয়ানা ও সার্ভিসেসের ম্যাচে ভারতীয় ক্রিকেট সাক্ষী থাকল বিরল কৃতিত্বের।

News18
News18
ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রাণ রনজি ট্রফিতে তৈরি হল নতুন ইতিহাস। হরিয়ানার রোহতকে হরিয়ানা ও সার্ভিসেসের ম্যাচে ভারতীয় ক্রিকেট সাক্ষী থাকল বিরল কৃতিত্বের। রনজি ট্রফির ইতিহাসে এক রানও না দিয়ে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা বিরল। সেই কৃতিত্বই গড়লেন সার্ভিসেসের তরুণ স্পিনার অমিত শুক্লা। একটি পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাঁ হাতি স্পিনার।
১৬ নভেম্বর ম্যাচের প্রথম দিন থেকেই বোলারদের দাপট স্পষ্ট ছিল। দুই দলের মোট ১৫ উইকেট পড়ে যায় দিনের শেষে। শুরুটা হয় সার্ভিসেস ব্যাটিং দিয়ে। হরিয়ানার পেসারদের দাপটে ২০৫ রানে শেষ হয় সার্ভিসেসের ইনিংস। কিন্তু তখনও অনেকেই ভাবেননি ম্যাচের পরের দিন ঘটবে অবাক কাণ্ড। এক রানও না দিয়ে ৫ উইকেট শিকার করেন অমিত শুক্লা।
advertisement
মাত্র ছয় ওভারে মাত্র এক রান খরচায় পাঁচটি উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচের মোড় বদলে দেন। আশ্চর্যের বিষয়, পাঁচটি উইকেট তোলার সময় প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা তার বিপক্ষে একটি রানও তুলতে পারেননি। সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে কোনো স্পিনারের এমন দাপট দেখা যায়নি। এমন পারফরম্যান্স করে ইতিহাসের পাতায় নাম লেখালেন অমিত শুক্লা।
advertisement
উত্তরপ্রদেশের ফৈজাবাদের এই তরুণ স্পিনারের বয়স মাত্র ২২। ২০২৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া অমিত এখন পর্যন্ত সাত ম্যাচে ৩২ উইকেট সংগ্রহ করেছেন। তার ধারাবাহিক পারফরম্যান্স ইতোমধ্যে নির্বাচকদের নজর কেড়েছে। তার সেরা বোলিং ফিগার ৭/৬৫ এই স্পেল নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
advertisement
অমিত শুক্লা ১৪ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলেননি। পরে লখনউতে ইন্ডিয়ান আর্মির মাঠে তিনি আবার প্র্যাকটিস শুরু করেন। তাঁর বাবা নিজেও সেনা জওয়ান, যিনি ছেলের ক্রিকেটার হওয়ার পথ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অমিত শুক্লা যখন ১৮ বছর বয়সী, তখন তিনি মডেলিংয়ের অফারও পেয়েছিলেন, কিন্তু তিনি ক্রিকেটকেই বেছে নেন। বর্তমানে নির্বাচকদের নজরে এই তরুণ স্পিনার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শূন্য রান দিয়ে নিলেন ৫ উইকেট! ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement