Sourav Ganguly in London: লন্ডনের প্রেমে মজে সৌরভ, টেমস নদীর ধারে সেলফি তুলে পোস্ট করলেন মহারাজ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। মেয়ে সানাকে লন্ডনের একটি ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য সেখানে গিয়েছেন সৌরভ (Sourav Ganguly in London)।
#লন্ডন: ইংল্যান্ডের প্রেমে মজে সৌরভ। আরও ভালো করে বলতে গেলে বলতে হয় লন্ডনের আবহাওয়া, পরিবেশে মুগ্ধ মহারাজ। সোশ্যাল মিডিয়ায় লন্ডনের ভোর বেলার মনোরম পরিবেশ আর গোধুলিতে সূর্যাস্তের মুহূর্তের ছবি তুলে ধরলেন সৌরভ। লন্ডনের ভোর এবং বিকেল বেলার ছবি পোস্ট করেন সৌরভ।
প্রথম ছবিটি লন্ডনের রাস্তায় তোলা। শরীরচর্চার জন্য বেরিয়েছিলেন মহারাজ। সেই মুহূর্তে ছবিটি তোলা। ছবি পোস্ট করে সৌরভ লেখেন, "সকালে এর থেকে ভাল শরীরচর্চা আর হতে পারেনা। ঠান্ডা, তরতাজা, সুন্দর পরিবেশ।"
advertisement
advertisement
আর পরের ছবিতে সৌরভ লেখেন, "বিকেলে সূর্যাস্তের মুহূর্তটা অসাধারণ। আবহাওয়াও মনোরম।" দু'টি ছবি আসলে সৌরভের সেলফি। প্রথম ছবিটি মর্নিং ওয়াক করার সময় লন্ডনের রাস্তায়। সৌরভের পরণে কালো জ্যাকেট আর মাথায় কালো টুপি। মুখে হালকা সাদা খোঁচা খোঁচা দাড়ি। বিকেলের ছবিটা লন্ডনে সৌরভের নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে তোলা। ক্লিন শেভড, পরণে সোয়েটার। ছবির পিছনে থেকে উঁকি মারছে টেমস নদী আর সূর্যাস্তের মুহূর্ত।
advertisement
advertisement
এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। মেয়ে সানাকে লন্ডনের একটি ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য সেখানে গিয়েছেন সৌরভ। সৌরভ ও সানার সঙ্গে লন্ডনে রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথমে সংযুক্ত আরব আমিরশাহিতে ছিলেন সৌরভ। সেখান থেকেই মেয়ের ভর্তির জন্য লন্ডনে আসেন মহারাজ।
টেমস নদীর ধারেই সৌরভের ফ্ল্যাট রয়েছে। বর্তমানে সেখানেই সপরিবারে রয়েছেন দাদা। মহালয়ার আগে ৪ অক্টোবর কলকাতায় ফিরবেন বোর্ড প্রেসিডেন্ট। পুজোর মাঝেই ফের আইপিএল ফাইনাল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় ফিরেই দাদাগিরি শুটিং করবেন মহারাজ।
advertisement
সৌরভ ছাড়াও ডোনা গঙ্গোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন। লন্ডনের ইউনিভার্সিটিতে সানার প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ডোনা। আপাতত মাসখানেক মেয়ের সঙ্গে লন্ডনে থাকবেন সৌরভ পত্নী। লন্ডনে নিজের ব্যক্তিগত কাজের পাশাপাশি বিসিসিআইয়ের কাজও করছেন সৌরভ। ইংল্যান্ডের বোর্ড কর্তাদের সঙ্গে কথা হয়েছে সৌরভের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2021 2:51 AM IST