Sourav Ganguly: বিরাট চমক! নেটফ্লিক্সে সৌরভ, বলিউডে পা... কেমন হল 'প্রথম অভিনয়'? ছিটকে গেলেন সবাই
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ২০ মার্চ মুক্তি পাচ্ছে। সিরিজে জিৎ ও প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল দেব বোস।
মুক্তি পেতে চলেছে, ‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’। বিহারের পরে এবার বাংলার রাজনীতির প্রেক্ষাপটে আসছে এই ওয়েব সিরিজ। মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ । রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় ও একগুচ্ছ বাংলার অভিনেতা অভিনেত্রী। আর এই সিরিজেরই প্রচারমূলক ছবিতে কাজ করেছিলেন সৌরভ। আজ প্রকাশ্যে এল এই প্রচারমূলক ভিডিওর ঝলক। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল একজন পুলিশের লুকে।
ভিডিয়োতে দেখা যায় সেটে একেবারে পুলিসের সাজে হাজির হন সৌরভ। তাঁকে দেখে অবাক পরিচালক থেকে শুরু করে স্পট বয়। জানা গিয়েছিল, নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজের প্রচারের জন্য শ্যুটিং করছেন তিনি। একজন পুলিশের চরিত্রে নাকি দেখা যেতে চলেছে তাঁকে। মার্চের শুরুতেই বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় শ্যুটিং করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
advertisement
advertisement
নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ২০ মার্চ মুক্তি পাচ্ছে। সিরিজে জিৎ ও প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল দেব বোস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 17, 2025 5:17 PM IST