ক্রিকেট মাঠে ফের সৌরভের দাদাগিরি! ৯৯ নম্বর জার্সি পড়ে ইডেনের ২২ গজে মহারাজের বাপি বাড়ি যা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ইডেনের শ্যুটিং শেষ করে সন্ধ্যাবেলায় শহরের বেসরকারি হাসপাতালে ছুটলেন মাকে দেখতে। ঠান্ডা লাগার কারণে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়।
ঈরণ রায় বর্মন, কলকাতা: ক্রিকেট মাঠে ফের সৌরভের দাদাগিরি। ২২ গজে ব্যাট হাতে দাপালেন দাদা। ফের একবার ইডেনে বাপি বাড়ি যা। কখনও টেস্ট, কখনও একদিনের জার্সিতে হাজির সৌরভ। ৯৯ নম্বর জার্সি পড়ে ফের ক্রিকেটের নন্দনকাননে মহারাজ।
ইডেনের ২২ গজে টিম ইন্ডিয়ার জার্সিতে মহারাজকে দেখে নস্টালজিক হতে বাধ্য আপনি। সেই ব্যাট ধরার ভঙ্গি, সেই পুরনো অফ স্ট্যাম্পের বলে কভার ড্রাইভ। হাঁটাচলা থেকে উইকেটে সামনে এসে ব্যাট হাতে দাঁড়ানো সব দেখে মনে হবে বছর কুড়ি আগের সেই সৌরভ। যে ক্যাপ্টেনের ব্যাট বারবার গর্জে উঠছে বিপক্ষ বোলারদের বিরুদ্ধে। এদিনও পুরনো মেজাজের বারবার ব্যাট হাতে বাপি বাড়ি যা ফিরে আসছিল। কখনও অস্ট্রেলিয়ার বোলারকে তুলোধনা। কখনও আবার দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তানের বোলার। সেঞ্চুরির পর ব্যাট তুলে সেলিব্রেশন। ঠিক আগে যেমন করতেন সেরকমই আকাশে ব্যাট ছুঁড়ে উল্লাস। কখনও আবার ক্রিকেট প্রশাসকের ভূমিকা। ভাবছেন কি ভাবে সম্ভব? অবসর ভেঙে ফিরে আসলেন সৌরভ ? আসলে সবটাই শ্যুটিং।ূ
advertisement
advertisement

একটি ব্যাঙ্কের শ্যুটিংয়ে ক্রিকেটের নন্দনকাননে সারা দিন ব্যস্ত ছিলেন মহারাজ। সৌরভের ক্রিকেটজীবনের টুকরো কোলাজ ধরা থাকবে সেই ব্যাঙ্কের ডকু ফিচারে। তাই টিম ইন্ডিয়ার পুরনো জার্সিতে মহারাজকীয় মেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯৯ নম্বর জার্সিতে থেকে সাদা জামা টেস্টের পোশাক। আবার লডর্সের ব্যালকনিও তৈরি হয়েছিল ইডেনে। সেখানেও জার্সি ঘোরানোর রিটেক দিলেন সৌরভ। সোমবার শ্যুটিংয়ের ফাঁকে দু’বারের বিশ্বকাপজয়ী ফুটবলার কাফুর সঙ্গে ইডেনে দেখা করেন সৌরভ। মহারাজের সঙ্গে দেখা করতেই সোমবার সকালে নন্দকাননে এসেছিলেন কাফু। দু’জনের মধ্যে ক্রিকেট ফুটবল নিয়ে আড্ডা হয়।
advertisement

ইডেনের শ্যুটিং শেষ করে সন্ধ্যাবেলায় শহরের বেসরকারি হাসপাতালে ছুটলেন মাকে দেখতে। ঠান্ডা লাগার কারণে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। শ্যুটিংয়ের ফাঁকে ডাক্তারের সঙ্গে কথা বলা থেকে খোঁজখবর রাখা সবই করছিলেন সৌরভ। শ্যুটিং শেষ করে সোজা হাসপাতালে। ১১ তারিখ ১ মাসের জন্য লন্ডন যাচ্ছেন সৌরভ। মেয়ের সঙ্গে ছুটি কাটাবেন। কাতার ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ দেখতেও যাবেন দাদা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 7:08 AM IST