ভ্যালেন্টাইন ডে মেয়ে সানার সঙ্গে বিদেশে দারুণ উপভোগ করলেন সৌরভ, দিলেন বিশেষ বার্তা

Last Updated:

Sourav Ganguly has special valentine lunch with daughter Sana Ganguly. বিদেশে মেয়ের সঙ্গে ভ্যালেন্টাইন লাঞ্চ সৌরভের

বিদেশে মেয়ের সঙ্গে ভ্যালেন্টাইন লাঞ্চ সৌরভের
বিদেশে মেয়ের সঙ্গে ভ্যালেন্টাইন লাঞ্চ সৌরভের
লন্ডন: প্রেম দিবস মানে শুধুই কি প্রেমিক প্রেমিকার প্রেম করতে হবে এমন মানে আছে? নিজের পছন্দের এবং প্রিয় মানুষকে নিয়ে সময় কাটানো আসল ব্যাপার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা থাকেন বিদেশে। গত কয়েক বছর ধরে সেখানেই লেখাপড়া করছেন। সৌরভ নিজের ব্যস্ততা সামলে সময় পেলেই মেয়ের কাছে যান লন্ডনে। ভ্যালেন্টাইন দিবসে সৌরভ নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে ছবি দিয়েছেন একটি রেস্টুরেন্টের।
সেখানে নিজের মাথায় টুপি, হুডি এবং উল্টোদিকে মেয়ে সানা। সঙ্গে একজন অচেনা ছেলে। সৌরভ লিখেছেন, মাই valentine লাঞ্চ উইথ দ্যা বেস্ট ভ্যালেন্টাইন সানু দ্য বেস্ট। অর্থাৎ মেয়েকে আদর করে এই নামে ডেকেছেন বাংলার মহারাজ।
advertisement
advertisement
উল্লেখ্য কয়েকদিন আগেই কলকাতায় থাকার সময় জানিয়েছিলেন বাংলার রঞ্জি ফাইনালে ওঠার ব্যাপারে তিনি আনন্দিত এবং খুশি। আশা করেন ৩৩ বছরের মাথায় বাংলা আবার একবার ভারত সেরা হবে ক্রিকেটে। লক্ষী, মনোজ এবং বাংলা দলের বাকি সব সদস্যকে ফাইনালের জন্য আগেই বেস্ট অফ লাক জানিয়েছেন মহারাজ।
সৌরভ যেখানেই থাকুন বাংলা ক্রিকেটের খবর রাখেন নিয়মিত। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ফাইনালে বাংলা দল কেমন পারফরম্যান্স করে সেদিকে নজর থাকবে মহারাজের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভ্যালেন্টাইন ডে মেয়ে সানার সঙ্গে বিদেশে দারুণ উপভোগ করলেন সৌরভ, দিলেন বিশেষ বার্তা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement