Sourav Ganguly: অসুস্থ ক্রিকেটারের পাশে মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায়, 'মহারাজ' দিলেন বড় মনের পরিচয়!

Last Updated:

Sourav Ganguly- মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা ময়দানের পরিচিত মুখ আকাশ বিশ্বাসের পাশে দাঁড়ালেন দাদা। কালীঘাটের ক্রিকেটার আকাশের দুটো কিডনি বিকল। দ্রুত প্রয়োজন অপারেশনের।

News18
News18
কলকাতা: মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা ময়দানের পরিচিত মুখ আকাশ বিশ্বাসের পাশে দাঁড়ালেন দাদা। কালীঘাটের ক্রিকেটার আকাশের দুটো কিডনি বিকল। দ্রুত প্রয়োজন অপারেশনের। আকাশের চিকিৎসার যাবতীয় খরচের জন্য পাশে থাকার আশ্বাস সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ‌
এদিন আকাশের মায়ের সঙ্গে দেখা করেন সৌরভ। বৃহস্পতিবার সকালে সৌরভের বেহালার অফিসে আকাশ বিশ্বাসের মাকে নিয়ে উপস্থিত হন কালীঘাট ক্লাবের কোচ হীরক সেনগুপ্ত, ইস্টবেঙ্গল কোচ আব্দুল মোনায়েম ও সিএবি কর্তা সুরজিৎ লাহিড়ী। আকাশের মায়ের কাছ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেন মহারাজ। এমনকী ভিডিও কলে আকাশকে মোটিভেট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। আশ্বাস দেন দ্রুততার সঙ্গে দেখা করতে যাওয়ার।
advertisement
আরও পড়ুন- IPL 2025-র প্রথম হ্যাটট্রিক, চমৎকার চাহাল, এদিকে প্রেমও কি চুটিয়ে চলছে, সেটাও বোঝা গেল
আকাশের অসুস্থতার খবর সৌরভ প্রথমে জানতে পারেন সোশ্যাল মিডিয়ায় কলকাতা ক্লাব ক্রিকেটের গ্রুপ থেকে।‌ সেই সময় গ্রুপের অন্যতম এডমিন ইস্টবেঙ্গল কোচ আব্দুল মোনায়েমকে আকাশের পাশে থাকার ব্যাপারে জানান সৌরভ। এবার সরাসরি দেখা করলেন আকাশের মায়ের সঙ্গে।
advertisement
advertisement
ইতিমধ্যেই আকাশের যাবতীয় অ্যাকাউন্ট নম্বর সৌরভ নিয়েছেন। আকাশ বিশ্বাসের কিডনি প্রতিস্থাপন করতে হবে। আকাশের মা ছেলেকে কিডনি দেবেন। ময়দানের প্রতিশ্রুতিমান ক্রিকেটার হিসেবে পরিচিত আকাশ বিশ্বাস। গরিব ঘরের ছেলে আকাশ কালীঘাটে থাকেন। ক্রিকেটার হওয়া আকাশের।
গত মরশুমে মহামেডানের হয়ে দাপটের সঙ্গে খেলেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। চলতি বছর ক্লাব ক্রিকেটে কালীঘাটে যোগদান করেন আকাশ। অনুশীলনের মাঝেই আচমকা একদিন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে চোখের সমস্যা ধরা পড়লেও পরে দেখা যায় উচ্চ রক্তচাপ রয়েছে আকাশের।
advertisement
আরও পড়ুন- বৈভবের ইনিংস কেমন লাগল? আগামীর মহাতারকা লুকিয়ে ১৪-র বিস্ময় বালকে? কী জানালেন ঝুলন
কালীঘাটের হয়ে একটি ম্যাচেও খেলেন। এই ম্যাচ খেলার সময়ে অসুস্থ হয়ে পড়ায় ক্লাবের পক্ষ থেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই সময় বিভিন্ন পরীক্ষার পরেই ধরা পড়ে আকাশের দুটি কিডনি বিকল। ‌মাথায় আকাশ ভেঙে পড়ে দরিদ্র পরিবারের সন্তান আকাশের মাথায়। তবে ইতিমধ্যেই ক্লাবের পক্ষ থেকে আকাশকে যাবতীয় সাহায্যে আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খরচ ক্লাবের পক্ষ থেকেই করা হচ্ছে। আকাশের সঙ্গে চুক্তির যাবতীয় অর্থ ইতিমধ্যেই তাঁকে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে চিকিৎসার খরচ তোলা হচ্ছে। কালীঘাট ক্লাবের ক্রিকেটাররাও আর্থিক সাহায্য করেছেন। ‌ তবে সৌরভের পাশে থাকা আরও বেশি করে আশ্বস্ত করছে আকাশের পরিবারকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: অসুস্থ ক্রিকেটারের পাশে মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায়, 'মহারাজ' দিলেন বড় মনের পরিচয়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement