রঞ্জিতে বাংলার লড়াই দেখে মুগ্ধ সৌরভ! হারলেও শীঘ্রই ট্রফি দেখতে পাচ্ছেন মহারাজ

Last Updated:

Sourav Ganguly congratulates Saurashtra for Ranji trophy but believes Bengal will be champions soon. রঞ্জিতে বাংলার লড়াই দেখে মুগ্ধ সৌরভ! শীঘ্রই ট্রফি দেখতে পাচ্ছেন মহারাজ

শীঘ্রই বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন হতে দেখছেন সৌরভ
শীঘ্রই বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন হতে দেখছেন সৌরভ
কলকাতা: বারবার কাছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়। রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলা ক্রিকেট দলকে। বাংলা ক্রিকেট প্রেমীরা দুঃখ পাবেন এবং হতাশ হবেন সেটাই স্বাভাবিক। তবে ইডেনে ঘরের মাঠে হেরে গেলেও সৌরাষ্ট্রের বিরুদ্ধে বাংলা মোটেও ভাল ক্রিকেট খেলতে পারেনি, এটা দিনের আলোর মতো সত্যি। খেলা চার দিনের শেষ হয়ে গিয়েছে।
৯ উইকেটে হেরেছে বাংলা। তবে এসব নিয়ে ভাবতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ মনে করছেন আবার চ্যাম্পিয়ন হতে না পারলেও সঠিক পথে এগোচ্ছে বাংলার ক্রিকেট। শেষ তিন বছরে দুবার ফাইনাল খেলা সেটাই প্রমাণ করে। চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়, সেটা ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু সৌরভ স্পষ্ট দেখতে পাচ্ছেন বাংলা আগামী কয়েক বছরের মধ্যেই রঞ্জি খরা কাটাতে চলেছে।
advertisement
বিদেশে থাকলেও প্রতি মুহূর্তে বাংলার ক্রিকেটের খবর রাখেন তিনি। তাই নিজের অভিজ্ঞতা থেকে সৌরভের মনে হয়েছে এই দলটার মধ্যে ভারত সেরা হওয়ার কোয়ালিটি আছে। প্রয়োজন একটু ধারাবাহিকতা আর আত্মবিশ্বাস এবং বড় ম্যাচ খেলার মানসিকতা। নতুন কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লা নিজের লড়াকু মানসিকতা ছড়িয়ে দিতে পেরেছেন দলের মধ্যে।
advertisement
বাকি ক্রিকেটারদের থেকে বয়সে মনোজ তিওয়ারি বড় হলেও ব্যাট হাতে অবদান রাখছেন। ইডেনে দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেছিলেন তিনি। শাহবাজ, অভিমুন্য, আকাশ, সুদীপ দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও এই সব ছেলেরা আগামী দিনে বাংলার ভবিষ্যৎ। পাশাপাশি ঋদ্ধিমান সাহা এবং ঋত্বিক চ্যাটার্জির মতো অভিজ্ঞ ক্রিকেটার বাংলা ছাড়লেও তাদের অভাব সেভাবে বোঝা যায়নি।
advertisement
advertisement
কারণ এরা থেকেও আগেও বাংলা চ্যাম্পিয়ন হয়নি। তাই অভিষেক পোড়েল, ঘটকদের মতো তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রাখতে চাই টিম ম্যানেজমেন্ট। সৌরভ নিজেও মনে করেন এটাই সঠিক পথ। বারবার খেলোয়াড় বদল এবং ম্যানেজমেন্ট বদল সঠিক সিদ্ধান্ত নয়।
সময় দিলে এবং বিশ্বাস রাখলে ফল পাওয়া অবশ্যম্ভাবী। পাশাপাশি ফাইনালে সৌরাষ্ট্র কমপ্লিট ক্রিকেট খেলেছে মনে করেন সৌরভ। এই মুহূর্তে তারা দেশের অন্যতম সেরা দল সন্দেহ নেই। যেভাবে শেষ তিন চার বছরে সৌরাষ্ট্র উঠে এসেছে, তার জন্য কোনও প্রশংসা যথেষ্ট নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রঞ্জিতে বাংলার লড়াই দেখে মুগ্ধ সৌরভ! হারলেও শীঘ্রই ট্রফি দেখতে পাচ্ছেন মহারাজ
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement