বিসিসিআই নতুন সভাপতিকে বিদায়ীর শুভেচ্ছা বার্তা, এড়িয়ে গেলেন বিতর্কিত বিষয়

Last Updated:

আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি। এছাড়াও গঠিত হল ৬ জনের নতুন কমিটিও। নতুন সভাপতিকে শুভেচ্ছা জানান বিদায়ী সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

#মুম্বই: মুম্বইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে শেষ হল সৌরভ গঙ্গোপাধ্যায় জমানার। আগে থেকেই জানা গিয়েছিল সৌরভের স্থলাভিষিক্ত হতে চলেছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রজার বিনি। মঙ্গলবার তার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। একইসঙ্গে গঠিত হল বিসিসিআইয়ের ৬ সদস্যের নতুন কমিটি। বিসিসিআই এজিএমের পর নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন বিদায়ী প্রেসিডেন্ট।
এদিনের বৈঠকে শেষবারের মত বিসিসিআই সভাপতি হিসেবে সভায় যোগ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠক শেষে বেরোনোর সময় সাংবাদিকরা ঘিরে ধরেন সৌরভকে। জানতে চার প্রতিক্রিয়া। নব্য নির্বাচিত সভাপতি রজার বিনিকে শুভেচ্ছা জানিয়ে সৌরভ বলেন,‘বিনিকে আন্তরিক শুভেচ্ছা। আশা করব নতুন কমিটি ভারতীয় ক্রিকেটকে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে দেবে। সেরা হাতেই রয়েছে ভারতীয় বোর্ডের দায়িত্ব। ভারতীয় ক্রিকেট এখন যথেষ্ট শক্তিশালী। আশা করি, আগামী দিনে আরও সাফল্য পাবে।’ এরপর অন্য কোনও প্রশ্নের উত্তর না দিয়ে আর কোনও কথা না বাড়িয়ে বেরিয়ে যান সৌরভ।
advertisement
advertisement
প্রসঙ্গত, রজার বিনি বিসিসিআই প্রেসিডেন্ট ছাড়াও কিমিটিতে বিসিসিআই সেক্রেটারি হিসেবে কাজ চালিয়ে যাবেন জয় শাহ। কোষাধ্যক্ষের পদ খালি করবেন অরুণ ধুমল। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আশিস শেলারকে। রাজীব শুক্লা বিসিসিআই সহ-সভাপতি এবং দেবজিৎ সাইকিয়া যুগ্ম সম্পাদক হয়েছেন। আইপিএলের নতুন চেয়ারম্যান হলেন বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। এছাড়া আইসিসি চেয়ারম্যান পদের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোনও সমর্থন নয়, সাফ জানিয়ে দিল বিসিসিআই। বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকেই সমর্থন জানাবে ভারতীয় বোর্ড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিসিসিআই নতুন সভাপতিকে বিদায়ীর শুভেচ্ছা বার্তা, এড়িয়ে গেলেন বিতর্কিত বিষয়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement