Sourav Ganguly Birthday: ভাবা যায়! জন্মদিন সেলিব্রেশনে একঘর লোকের সামনে ডোনাকে যা করলেন দাদা, ভাইরাল ভিডিও

Last Updated:

দাদা টিভি শো-তে সঞ্চালকের ভূমিকায় আসার পর বিভিন্ন সময়ে তাঁর ও ডোনা গঙ্গোপাধ্যায়ের দুষ্টু-মিষ্টি কেমিস্ট্রি নিয়ে কথা বলে থাকেন৷ যার ফলে দাদা-র ফ্যানদের মধ্যে এই জুটির জনপ্রিয়তা তুঙ্গে৷

Sourav Ganguly Birthday: naughty act with Dona by dada
Sourav Ganguly Birthday: naughty act with Dona by dada
#লন্ডন: সৌরভ গঙ্গোপাধ্যায় যতটা জনপ্রিয় , ঠিক ততটাই সৌরভ-ডোনা জুটির জনপ্রিয়তাও অত্যন্ত বেশি৷ বিশেষত দাদা টিভি শো-তে সঞ্চালকের ভূমিকায় আসার পর বিভিন্ন সময়ে তাঁর ও ডোনা গঙ্গোপাধ্যায়ের দুষ্টু-মিষ্টি কেমিস্ট্রি নিয়ে কথা বলে থাকেন৷ যার ফলে দাদা-র ফ্যানদের মধ্যে এই জুটির জনপ্রিয়তা তুঙ্গে৷
১৯৯৬ সালে প্রথমে লুকিয়ে প্রতিবেশী ডোনাকে বিয়ে তারপরে ১৯৯৭ ট্র্যাডিশানাল ভাবে বিয়ে সারেন ডোনা ও দাদা৷ বিয়ের ২৫ বছরেও তাঁদের মধ্যে যে চার্ম একইরকমভাবে রয়েছে তা বিভিন্ন সময়ে দেখা যায়৷ দাদা -র ৫০ তম জন্মদিনেও সেই ছবিই আরও একবার ফুটে উঠল৷ দাদা-র মধ্যরাতের কেক কাটার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷
advertisement
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
কিন্তু ভাইরাল ভিডিওতে কি দাদা ছাড়া অন্য কিছুতে নজর গেছে! কেক কাটার পর প্রথম টুকরোটি স্নেহের সানাকে দেন দাদা৷ যেটা একেবারে হওয়ারই ছিল৷ কিন্তু সকলের সামনেই স্ত্রীর সঙ্গে দুষ্টু-মিষ্টি প্রেম! দ্বিতীয় টুকরোটি ডোনাকে দিতে ঠিক মুখের সামনে নিয়ে গিয়ে ফেরত নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দেন৷
advertisement
এদিকে এরপর অবশ্য ডোনা কিন্তু কেক থেকে একটি স্ট্রবেরি তুলে নিয়ে স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে তুলে দেন৷ এরপরেও সৌরভ ফের একবার তাঁকে কেকের টুকরো দিতে যান, কিন্তু এবার ডোনা আর সেটি খেতে চাননি৷
advertisement
আসলে ডোনা নাকি খাওয়ার নিয়মে সামাণ্যতম ভুলও করেন না৷ তাই এক টুকরো কেকও তিনি মুখে নেন না৷ আর বরের জন্মদিনেও তাই এই কাজ তিনি করেননি৷
এদিকে দাদা কিন্তু ৫০-র বার্থডে সেলিব্রেশনকে নিশ্চিতভাবে স্পেশাল করে রাখেন কারণ এরপর তিনি লন্ডনের রাস্তায় বিন্দাস নাচতেও দেখা যায় দাদাকে৷
advertisement
সেখানেও দাদার সঙ্গে হাজির ছিল সানা৷ তবে রাস্তার নাচানাচির অনুষ্ঠানে হাজির ছিলেন না ডোনা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Birthday: ভাবা যায়! জন্মদিন সেলিব্রেশনে একঘর লোকের সামনে ডোনাকে যা করলেন দাদা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement