Sourav Ganguly Birthday : সৌরভের জন্মদিন, মায়ের হাতে আজ পায়েস খাওয়া হল না দাদার! বাড়িতে সেলিব্রেশন হল না!

Last Updated:

Sourav Ganguly : ৮ই জুলাই বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ৫৩তম জন্মদিন পালন করলেন বাঙালির প্রিয় দাদা।

News18
News18
কলকাতা : ৮ই জুলাই বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ৫৩তম জন্মদিন পালন করলেন বাঙালির প্রিয় দাদা। নিজের জন্মদিন অনুষ্ঠানে কী কী করছেন সৌরভ?! কেক কাটা ছাড়া আর কী বিশেষ প্ল্যান রয়েছে? খাওয়া-দাওয়ার মেনু কী? খোঁজ নিতে ই নিউজ এইট্টিন বাংলা ঢুকে পড়েছিল গঙ্গোপাধ্যায় পরিবারের অন্দরমহলে। ‌
জানা গেল, এবারের জন্মদিনের অনুষ্ঠান মঙ্গলবারের বদলে বুধবার করবেন মহারাজ। আসলে মঙ্গলবার বেহালার বীরেন রায় রোডের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ। মা মঙ্গলচন্ডী সৌরভের বাড়িতে রয়েছেন। সেই কারণে মঙ্গলবার বাড়িতে কোনওরকম আমিষ‌ খাবার প্রবেশ করে না। বুধবার আর পাঁচটা বাঙালির মতোই পাঁচ রকম ভাজা সহযোগে সৌরভের জন্মদিনের অনুষ্ঠান পালন করা হবে।
আরও পড়ুন- পাসপোর্ট-এর আবেদন করবেন? বাড়িতে আসবে পাসপোর্ট মোবাইল ভ্যান! এক ক্লিকে তৈরি হবে পাসপোর্ট
যেভাবে প্রত্যেক বাঙালির বাড়িতে জন্মদিনের জন্য বিশেষ খাবার সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকম ভাজা সহযোগে, সেভাবেই সৌরভের জন্মদিনও পালন করা হয়। মেনুতে থাকে সৌরভের পছন্দের মাছ। চলে মিষ্টি মুখ। তবে মঙ্গলবার জন্মদিনের পায়েস রান্না হয়নি। কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেল, বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে মঙ্গলবার কোনও ভাতের রান্না হয় না। তাই মায়ের হাতের পায়েস বুধবার খাবেন সৌরভ।
advertisement
advertisement
দুবাই থেকে কলকাতায় ফিরে বাড়িতে বিভিন্ন সময় কেক কাটার অনুষ্ঠানের পাশাপাশি সিএবিতে গিয়েও দাদা স্নেহাশীসের সঙ্গে কেক কাটেন সৌরভ। দিনের শেষে বাড়িতে একান্তে পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেন। মা এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে কেক কাটা হয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Birthday : সৌরভের জন্মদিন, মায়ের হাতে আজ পায়েস খাওয়া হল না দাদার! বাড়িতে সেলিব্রেশন হল না!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement