Sourav Ganguly: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই শোয়েবকে খোঁচা সৌরভের! পাল্টা যা করলেন আখতার, জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan: ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক মহারণ। তার আগে শোয়েব আখতার নিয়ে মন্তব্য করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসও দিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা অপেক্ষায় রয়েছে ২৩ ফেব্রুয়ারি। সেদিন ২২ গজে ফের একবার আমনে-সামনে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত-পাকিস্তান। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে পৌছেছে। এই মেগা ম্যাচকে ঘিরে একটি ট্রেলারেই শোয়েব আখতার নিয়ে মন্তব্য করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসও দিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
ওই ট্রেলারে ভারত-পাকিস্তান সিরিজের উত্তেজনা-উন্মাদনা নিয়ে বলতে শোনা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই ২০০৪ সালের ভারত বনাম পাকিস্তানের ‘ফ্রেন্ডশিপ সিরিজ’ নিয়ে বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন,‘ফ্রেন্ডশিপ সিরিজ ছিল শুধু নামমাত্র। কিন্তু যখন শোয়েব আখতার ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করছিল, তখন বন্ধুত্ব কোথায় ছিল?’ সৌরভের এই মন্তব্য ঝড়ের গতিতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রোমো চোখ এড়ায়নি শোয়েব আখতারের। নিজের এক্স অ্যাকাউন্টে প্রতিক্রিয়া দেন শোয়েব আখতার। সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। প্রাক্তন পাক স্পিড স্টার লেখেন, ‘দাদা (সৌরভ গঙ্গোপাধ্যায়) তুমি অসাধারণ। তোমাকে ছাড়া ভারতীয় ক্রিকেট অসম্পূর্ণ।’ এর আগে সৌরভের ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন শোয়েব। সৌরভ যে শোয়েবের বল খেলতে ভয় পেতেন না সেই কথাও জানিয়েছিলেন।
advertisement
advertisement
Dada @SGanguly99 you’re awesome. Indian cricket is incomplete without you. pic.twitter.com/tRtb58EGp2
— Shoaib Akhtar (@shoaib100mph) January 29, 2025
আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: পাকিস্তানে হবে না চ্যাম্পিয়ন্স ট্রফি! পাক আধিকারিকের দাবি ঘিরে বড় সংশয়
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা কোন জায়গায় পৌছায় তা নতুন করে বলার কিছু নেই। ২২ গজে দুই দেশের ক্রিকেটাররা একে-অপরের প্রতিপক্ষ হলেও মাঠেক বাইরে যে তাদের সম্পর্ক ভাল তাঁর একাধিক উদাহরণ রয়ছে। সেই তালিকায় আরও এক সংযোজন হলে সৌরভের প্রশংসা শোয়েবের মুখে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 9:47 AM IST