ICC Champions Trophy 2025: পাকিস্তানে হবে না চ্যাম্পিয়ন্স ট্রফি! পাক আধিকারিকের দাবি ঘিরে বড় সংশয়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। কিন্তু আদৌ কি পাকিস্তানে আয়োজন করা সম্ভব হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? প্রতিযোগিতা শুরুর ৩ সপ্তাহ আগে তা নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্ন।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। আয়োজক পাকিস্তান হলেও প্রতিযোগিতা হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতীয় দল নিজেদের ম্যাচগুলি খেলবে দুবাইতে। কিন্তু আদৌ কি পাকিস্তানে আয়োজন করা সম্ভব হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? প্রতিযোগিতা শুরুর ৩ সপ্তাহ আগে তা নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্ন।
চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে কিনা তা নিয়ে প্রথম থেকেই উঠছিল প্রশ্ন। প্রতিযোগিতার এত কাছে আসে সেই প্রশ্নই আরও বড় আকারা ধরা গিল। কারণ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত তিনটি স্টেডিয়ামে সঠিক সময়ে প্রস্তুত হবে কিনা তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন খোদ তিনটি ভেন্যুর সংস্কারের দায়িত্বে থাকা আধিকারিক বিলাল চোহান।
advertisement
এখনও অনেকটাই কাজ বাকি তিনটি ভেন্যুর। কীভাব তা পূরণ হবে তা নিয়ে কুল-কিনারা পাচ্ছেন বিলাল। ক্ষোভের সুরে তিনি বলেছেন,”সময়মতো উপকরণ পাচ্ছি না, সময়মতো কাজে ছাড়পত্র পাচ্ছি না, টাকা নেই। আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু উল্টে আমাদের উপরই সমস্ত দায় চাপিয়ে দেওয়া হচ্ছে”। এমনকী পাকিস্তানের সংবাদ মাধ্যমও দাবি করছে সময়মতো কাজ শেষ হওয়া একপ্রকার অসম্ভব।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে চাপে মধ্যে রয়েছে আইসিসিও। চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে থাকা আইসিসির সিইও জিওফ আলারডাইস ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানের ব্যর্থতা কিমা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। শেষ পর্যন্ত পাকিস্তান সঠিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারে কিনা, নাকি মুখো পুড়বে পিসিবির সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 8:43 AM IST