সৌরভের বাড়িতে প্রেমের হাওয়া! নতুন সম্পর্কে সিলমোহর, মেনে নিল মেয়ের মা!
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Sourav Ganguly- স্নেহার মা মোম ইনস্টা পোস্টে জানিয়েছেন, মেয়ের জীবনে সদ্য একজন এসেছেন। আর দুজনকে একসঙ্গে দেখে তিনি যে বেশ খুশি সেটাও জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবি শেয়ার করেছেন মোম।
কলকাতা: বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে শীতের শুরুতে প্রেমের হাওয়া!
কিছুদিন আগেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন সৌরভের দাদা স্নেহাশিস। বসায়ী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করে নতুন ইনিংস শুরু করেছিলেন তিনি। আর এবার তাঁরই মেয়ে স্নেহার জীবনে শুরু হতে চলেছে নতুন ইনিংস!
advertisement
advertisement
স্নেহার মা মোম ইনস্টা পোস্টে জানিয়েছেন, মেয়ের জীবনে সদ্য একজন এসেছেন। আর দুজনকে একসঙ্গে দেখে তিনি যে বেশ খুশি সেটাও জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবি শেয়ার করেছেন মোম। বেশ একটা রোম্যান্টিক মেজাজে স্নেহা ও তাঁর প্রেমিককে দেখা গিয়েছে। ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে স্নেহাকে আংটি-সহ প্রেম নিবেদন করছেন নিখিল। এমনই ছবি শেয়ার করেছেন যুগল।
advertisement
আরও পড়ুন- ২৭ কোটি পেতেই পন্থকে মনে পড়ল পুরনো প্রেমিকার! মুহূর্তে ভাইরাল ভিডিও
মোম সেই পোস্টে লিখেছেন- সেই দিনটা তা হলে এসেই গেল, আমার ছোট্ট মেয়ে বড় হয়েছে। জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য এবার ও প্রস্তুত। ওদের দুজনকেই অনেক শুভেচ্ছা।
তিনি আরও লিখেছেন- মিষ্টি, পড়াশোনা অন্ত প্রাণ, পরিশ্রমী এবং মিশুকে স্বভাবের এক তরুণের সঙ্গে সদ্য স্নাতক হয়ে স্নাতকোত্তর পর্বের প্রথম বছরে পড়াশোনা করা একটি মেয়ের আলাপ হয়। তাঁদের মধ্যে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। ২জন খুব ভাল বন্ধু কীভাবে ব্যক্তিগত, পড়াশোনার ও সামাজিক সমস্যা কাটিয়ে উঠতে একে অপরকে সাহায্য করছে, সেটা আমি নিজের চোখে দেখছি। ওরা একেবারে অভিজ্ঞদের মতো করে সমস্ত কিছু সামলেছে। একদিন ট্রেকিংয়ের ফাঁকে নিখিল স্নেহাকে প্রেমের প্রস্তাব দেয়, স্নেহা প্রায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। ওরা আমাদের পরিবারকে ভীষণ আনন্দ ও গর্ব উপহার দিয়েছে। ঈশ্বর ওদের আশীর্বাদ করুন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2024 2:31 PM IST