Rishabh Pant: ২৭ কোটি পেতেই পন্থকে মনে পড়ল পুরনো প্রেমিকার! মুহূর্তে ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rishabh Pant: ফের একবার ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে মুখ খুলে শিরোনামে মডেল-অভিনেত্রী উর্বশী রউতেলা।
ফের একবার ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে মুখ খুলে শিরোনামে মডেল-অভিনেত্রী উর্বশী রউতেলা। এর আগে নানা সময়ে ঋষভ পন্থ ও উর্বশী রউতেলার সম্পর্কের জল্পনা নিয়ে কম গুঞ্জন হয়নি। নানা সময়ে বিতর্কেও জড়িয়েছে দুজনে। তবে এবার অস্ট্রেলিয়া সফরের মাঝে পন্থকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন উর্বশী।
বর্তমানে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গে ব্যস্ত রয়েছেন ঋষভ পন্থ। ২২ গজে সময়টা তাঁর ভালই যাচ্ছে। ব্যাট হাতেও চেনা ছন্দে পাওয়া যাচ্ছে তরুণ তারকাকে। পারথ টেস্টের প্রথম ইনিংসেও চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচে মোট ৬টি ক্যাচও ধরেন পন্থ। এরপরই এক সাক্ষাৎকারে পন্থকে অস্ট্রেলিয়া সফরের জন্য শুভেচ্ছা জানান বলি অভিনেত্রী।
advertisement
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন উর্বশী রউতেলা। প্রকাশিত সেই সাক্ষাৎকারে উর্বশীকে সঞ্চালকের তরফে প্রশ্ন করা হয়, যদি ঋষভ পন্থের জন্য কোনও বিশেষ হ্যাশট্যাগ দিতে হয়, তাহলে কোন ট্যাগ দেবেন? হাসিমুখে উর্বশীর জবাব,”অল দ্য বেস্ট ফর অস্ট্রেলিয়া।” যদিও এই বিষয় নিয়ে বেশি জলঘোলা করতেও মানা করে দেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: একসঙ্গে ভাল খবর পেলেন ৫ ভারতীয় প্লেয়ার, দিন-রাতের টেস্টের আগে আরও বাড়ল আত্মবিশ্বাস!
উর্বশী রউতেলার এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেয়নি। ফের একবার পন্থ-উর্বশীর সম্পর্কের জল্পনার আগুনে ঘি ঢেলেছে এই ভিডিও। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি ঋষভ পন্থের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 8:50 PM IST