Rishabh Pant: ২৭ কোটি পেতেই পন্থকে মনে পড়ল পুরনো প্রেমিকার! মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

Rishabh Pant: ফের একবার ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে মুখ খুলে শিরোনামে মডেল-অভিনেত্রী উর্বশী রউতেলা।

News18
News18
ফের একবার ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে মুখ খুলে শিরোনামে মডেল-অভিনেত্রী উর্বশী রউতেলা। এর আগে নানা সময়ে ঋষভ পন্থ ও উর্বশী রউতেলার সম্পর্কের জল্পনা নিয়ে কম গুঞ্জন হয়নি। নানা সময়ে বিতর্কেও জড়িয়েছে দুজনে। তবে এবার অস্ট্রেলিয়া সফরের মাঝে পন্থকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন উর্বশী।
বর্তমানে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গে ব্যস্ত রয়েছেন ঋষভ পন্থ। ২২ গজে সময়টা তাঁর ভালই যাচ্ছে। ব্যাট হাতেও চেনা ছন্দে পাওয়া যাচ্ছে তরুণ তারকাকে। পারথ টেস্টের প্রথম ইনিংসেও চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচে মোট ৬টি ক্যাচও ধরেন পন্থ। এরপরই এক সাক্ষাৎকারে পন্থকে অস্ট্রেলিয়া সফরের জন্য শুভেচ্ছা জানান বলি অভিনেত্রী।
advertisement
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন উর্বশী রউতেলা। প্রকাশিত সেই সাক্ষাৎকারে উর্বশীকে সঞ্চালকের তরফে প্রশ্ন করা হয়, যদি ঋষভ পন্থের জন্য কোনও বিশেষ হ্যাশট্যাগ দিতে হয়, তাহলে কোন ট্যাগ দেবেন? হাসিমুখে উর্বশীর জবাব,”অল দ্য বেস্ট ফর অস্ট্রেলিয়া।” যদিও এই বিষয় নিয়ে বেশি জলঘোলা করতেও মানা করে দেন তিনি।
advertisement
advertisement
উর্বশী রউতেলার এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেয়নি। ফের একবার পন্থ-উর্বশীর সম্পর্কের জল্পনার আগুনে ঘি ঢেলেছে এই ভিডিও। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি ঋষভ পন্থের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant: ২৭ কোটি পেতেই পন্থকে মনে পড়ল পুরনো প্রেমিকার! মুহূর্তে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement