Simon Taufel: এই তিন ভারতীয় ক্রিকেটার ভবিষ্যতে ভাল আম্পায়ার হতে পারেন, দাবি টাফেলের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Simon Taufel: আইসিসির অন্যতম সেরা আম্পায়ার বলছেন, এই তিন ভারতীয় ক্রিকেটার আম্পায়ার হতে পারে!
#কলকাতা: তিন জন ভারতীয় ক্রিকেটারের নাম নিলেন তিনি। তিনজনই ভারতীয় ক্রিকেটের তারকা। আর এই তিনজন ভবিষ্যতে ভাল আম্পায়ার হতে পারেন বলে মনে করেন তিনি। যিনি এই তিনজনকে বেছে নিলেন তিনিও প্রতিষ্ঠিত আম্পায়ার। সাইমন টাফেল।
আইসিসির সর্কালের অন্যতম সেরা আম্পায়ার জহুরির চোখ দিয়ে দেখে বলছেন, বীরেন্দ্র শেহওয়াগের মধ্যে ভাল আম্পায়ার হওয়ার সবরকম গুণ রয়েছে। আরও যে দুজন ভারতীয় ক্রিকেটারের নাম টাফেল বলেছেন, তাঁরা বর্তমানে তারকা।
আরও পড়ুন- গুজরাতের দর্শকদের চুপ করিয়ে দেব ফাইনালে ! হুঙ্কার দুই রয়্যালস পেসারের
টাফেল বলেছেন, ''স্কোয়ার-লেগ আম্পায়ারের পাশে ফিল্ডিং করার সময় শেহওয়াগ অনেক সময় কোনটা আউট আর কোনটা নয়, তা বলে দিতে পারতেন। পরে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের পর দেখা যেত, শেহওয়াগ ঠিক ছিলেন। টাফেল এদিন News9 Sports-কে বলেছেন, আমি শেহওয়াগকে বলেছিলাম, আম্পায়ারিং করার কথা। তবে ও খুব একটা আগ্রহী ছিল না।''
advertisement
advertisement
টাফেল আরও বলেছেন, ''আম্পায়ারিং করতে হলে ইচ্ছে থাকাটা জরুরি। খেলার প্রতি ভালবাসা, নিয়ম-কানুন নিয়ে পড়াশোনা থাকাটা দরকার। শেহওয়াগ চাইলে ভাল আম্পায়ার হতে পারত। তবে ভারতীয় দলের আরও দুজন রয়েছে যারা চাইলে ভবিষ্যতে ভাল আম্পায়ার হতে পারে।''
সেই দুজন কারা! টাফেল বললেন, ''বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিন। ওরা দুজন খেলার নিয়ম ও প্লেয়িং কন্ডিশন সম্পর্কে জানে। ওরা চাইলে ভাল আম্পায়ার হতে পারে। তবে আমি জানি না, ভবিষ্যতে ওরা কেউ আদৌ আম্পায়ার হতে চাইবে কি না!''
advertisement
২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়েছিলেন টাফেল। যা কি না রেকর্ড। এমন আম্পায়ার ক্রিকেটারদের আম্পায়ার হিসেবে দেখতে চান। কারণ তিনি মনে করেন, ক্রিকেটাররা খেলার নিয়ম ও প্লেয়িং কন্ডিশন সব থেকে ভাল বোঝে।
আরও পড়ুন- রশিদ খান বাঁচেন রাজার মতো! প্রাসাদ, দামি গাড়ি কী নেই আফগান স্পিনারের!
টাফেল বলছিলেন, ''মর্নি মর্কেলের মতো ক্রিকেটার যেমন আম্পায়ার হতে আগ্রহী। ও এটা নিয়ে ভাবনা-চিন্তা করছে। তবে অনেক ক্রিকেটার আম্পায়ার হিসেবে নিজেকে দেখতে চায় না। আম্পায়ারিং পেশায় সব থেকে বেশি দরকার মনোসংযোগ।''
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2022 6:30 PM IST