Rashid Khan Luxurious Life: রশিদ খান বাঁচেন রাজার মতো! প্রাসাদ, দামি গাড়ি কী নেই আফগান স্পিনারের!

Last Updated:
Rashid Khan Luxurious Life: রশিদ খানের যা লাইফস্টাইল, শুনে অবাক হবেন অনেকে।
1/5
এবারের আইপিএলে ১৫ ম্যাচে তাঁর ঝুলিতে ১৮টি উইকেট। ইকোনমি রেট ৬.৭৪। রশিদ খান হয়তো তাঁর নামের সঙ্গে সুবিচার করতে পারেননি এবার।
এবারের আইপিএলে ১৫ ম্যাচে তাঁর ঝুলিতে ১৮টি উইকেট। ইকোনমি রেট ৬.৭৪। রশিদ খান হয়তো তাঁর নামের সঙ্গে সুবিচার করতে পারেননি এবার।
advertisement
2/5
আফগান স্পিনার রশিদ খান এবার আইপিএলে খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে। আর তাঁর দল ফাইনালে উঠেছে। রশিদ খান যে ক্লাস স্পিনার, তা এক কথায় যে কেউ মেনে নেবেন।
আফগান স্পিনার রশিদ খান এবার আইপিএলে খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে। আর তাঁর দল ফাইনালে উঠেছে। রশিদ খান যে ক্লাস স্পিনার, তা এক কথায় যে কেউ মেনে নেবেন।
advertisement
3/5
২৪ বছর বয়সী রশিদ খানের জীবন-যাপন কিন্তু রজার মতো। আফগানিস্তানে তিনি যে বাংলোয় থাকেন, সেটি প্রাসাদের থেকে কম নয়।
২৪ বছর বয়সী রশিদ খানের জীবন-যাপন কিন্তু রজার মতো। আফগানিস্তানে তিনি যে বাংলোয় থাকেন, সেটি প্রাসাদের থেকে কম নয়।
advertisement
4/5
আফগানিস্তানের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার রশিদ। সারা বিশ্বে একাধিক টি-২০ লিগে খেলেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড এনডোর্স করেও তাঁর উপার্জন কয়েক কোটি টাকা।
আফগানিস্তানের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার রশিদ। সারা বিশ্বে একাধিক টি-২০ লিগে খেলেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড এনডোর্স করেও তাঁর উপার্জন কয়েক কোটি টাকা।
advertisement
5/5
আইপিএলে খেলার সুবাদে তিনি ভারতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এদেশেও একাধিক ব্র্যান্ড তাঁকে বিজ্ঞাপনের কাজে লাগিয়েছে। আইপিএল ছাড়াও বিগ ব্যাশ, পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে খেলেছেন রশিদ।
আইপিএলে খেলার সুবাদে তিনি ভারতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এদেশেও একাধিক ব্র্যান্ড তাঁকে বিজ্ঞাপনের কাজে লাগিয়েছে। আইপিএল ছাড়াও বিগ ব্যাশ, পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে খেলেছেন রশিদ।
advertisement
advertisement
advertisement