Yashasvi Jaiswal: ধোনির সই করা ব্যাট যশস্বীর জীবনের সেরা প্রাপ্তি! বাঁধিয়ে রাখবেন তরুণ তারকা

Last Updated:
ধোনির সই করা ব্যাট যশস্বীর সেরা প্রাপ্তি
ধোনির সই করা ব্যাট যশস্বীর সেরা প্রাপ্তি
জয়পুর: কত কষ্ট করে, কত লড়াই করে তিনি আজ এই জায়গায় এসেছেন ক্রিকেট নিয়ে যারা খোঁজখবর রাখেন, এতদিনে প্রত্যেকেই তারা জেনে গিয়েছেন সেই গল্প। উত্তর প্রদেশের অজানা গ্রাম থেকে মুম্বইয়ের আজাদ ময়দান – সেখানে বিদ্যুৎহীন তাঁবুর মধ্যে রাত কাটানো, বর্ষাকালে শৌচাগারের খারাপ অবস্থা – ফুচকা বিক্রি। যশস্বী জয়সওয়াল এমন একটা স্টোরি যে আকৃষ্ট করবে প্রত্যেক ভারতীয়কে।
শূন্য থেকে লড়াই শুরু করে আজ যেখানে তিনি পৌঁছেছেন সেটা সবাই পারে না। হাল ছেড়ে দেয় অনেকে। কিন্তু যশস্বী যে ভারতীয় ক্রিকেটে থাকতে এসেছেন সেটা ইতিমধ্যেই পরিষ্কার। এবারের আইপিএলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ছেলে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যশস্বী। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রিকেট ব্যাটে সই করছেন মহেন্দ্র সিং ধোনি। পাশে দাঁড়িয়ে আছেন যশস্বী।
advertisement
রাজস্থানের হয়ে খেলা যশস্বী জানিয়ে দিয়েছেন ধোনির অটোগ্রাফ দেওয়া ওই ক্রিকেট ব্যাট তার কাছে ভীষণ প্রিয়। এটা জীবনের শেষ দিন পর্যন্ত যত্ন করে রেখে দেবেন তিনি। আইপিএল শেষ হলে বাড়িতে একটা আলাদা জায়গা বের করে ওই ব্যাট বাঁধিয়ে রাখতে চান। রবি শাস্ত্রী থেকে শুরু করে সুনীল গাভাসকার প্রত্যেকেই বলেছেন মাথা ঠিক রাখতে পারলে আগামী দশ বছর ভারতীয় ক্রিকেটে রাজত্ব করবে যশস্বী।
advertisement
advertisement
শুধু নিজের ফিটনেস এবং ফোকাস ধরে রাখতে হবে। প্রাক্তন ভারতীয় তারকারা আশাবাদী জীবনে যত কষ্ট দেখে এই পর্যন্ত পৌঁছেছে যশস্বী তাতে এই ছেলের মাথা ঘুরে যাবে না। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের দাপটের সঙ্গে খেলেছে। এবার সিনিয়র দলে অভিষেক হওয়ার অপেক্ষায় যশস্বী।
advertisement
দেশের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপে তিনি খেলতে চান তিন নম্বর পজিশনে। রোহিত শর্মার কাছে এমন আবেদন করেছেন যশস্বী। সেটা সম্ভব কিনা বলা যাচ্ছে না। তবে তাকে যদি ১৫ জনের দলে রাখা যায় সেটাও তার কাছে বিরাট পাওনা হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
Yashasvi Jaiswal: ধোনির সই করা ব্যাট যশস্বীর জীবনের সেরা প্রাপ্তি! বাঁধিয়ে রাখবেন তরুণ তারকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement