Shubhman Gill: অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার এবার শুভমন গিল, বিরাট দাবি বেঙ্গসরকরের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: শেষ একটা বছর ভারতীয় দলের জার্সিতে স্বপ্নের সময় কাটিয়েছেন তিনি। তিনটে ফরম্যাট মিলে মোট সাতটি সেঞ্চুরি করেছেন শুভমন গিল। তার মধ্যে একটি ডবল সেঞ্চুরিও আছে। ভারতের জার্সিতে ১৭৯৬ রান, গড় ৫৭:৯৩। শুভমন গিল এখন যে সম্পূর্ণ অন্য পর্যায়ের ব্যাটসম্যান সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই। শেষবার গুজরাত টাইটানস দলের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন গিল। ম্যাচ উইনিং শট এসেছিল তার ব্যাট থেকে।
গতবার আইপিএলে মোট ৪৮৩ রান করেছিলেন গিল। ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর স্পষ্ট জানিয়েছেন এবারের আইপিএলে বড় ধামাকা করতে চলেছেন শুভমন গিল। যে ছন্দে ভারতের জার্সিতে খেলেছেন সেটা বজায় রাখতে পারলে এবারের আইপিএলে ব্লকবাস্টার হিট হবেন গিল।
advertisement
advertisement
যুক্তি দিতে গিয়ে বেঙ্গসরকর বলেন, গিল এবারের আইপিএলে অন্তত ৭০০ রান করবে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পাওয়ার প্লে ব্যবহার করতে পারলে সেই সম্ভাবনা প্রবল। ওর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট অনেক লেট খেলে, টাইমিং এবং শক্তির মিশেল আছে। তাই দেখতেও ভাল লাগে। লং হ্যান্ডেল ব্যবহার করতে জানে। শর্ট আর্ম জ্যাব দেখার মত মারতে পারে।
advertisement
Warning! 🛑 Shub-Man at work ⚠#AavaDe #TATAIPL2023 @ShubmanGill pic.twitter.com/oNTZCqk33O
— Gujarat Titans (@gujarat_titans) March 29, 2023
সবচেয়ে বড় কথা এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। দিলীপ মনে করেন সবকিছু ঠিকঠাক হলে এবারের আইপিএলে শুভমন গিল অরেঞ্জ ক্যাপের দৌড়ে অবশ্যই থাকবেন। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া গিলকে নিজের খেলা খেলার স্বাধীনতা দেবে বলে মনে করেন দিলীপ। তার মতে টি-টোয়েন্টি কুড়ি ওভারের খেলা হলেও দলের সেরা ব্যাটসম্যান যদি ১৫ ওভার পর্যন্ত থাকতে পারে তাহলে স্কোরবোর্ডে বড় রান উঠতেই পারে।
advertisement
গিল প্রথমদিকে একটু সময় নেন। কিন্তু পরে সেটা বড় শট খেলে পুষিয়ে দিতে পারেন। তাকে সেটাই করতে দেওয়া উচিত বলে মনে করেন ভারতীয় ক্রিকেটের কর্নেল। টেকনিক্যালি শুভমনের খেলার বিশেষ কোনও দুর্বলতা চোখে পড়েনি, দিলিপের। তাছাড়া এবছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ আছে। দুটি ভিন্ন ফরম্যাট হলেও আইপিএলে রান পেলে গিল বিশ্বকাপেও আত্মবিশ্বাসী থাকবেন মনে করেন বেঙ্গসরকর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 1:02 PM IST