Ben Stokes: চেন্নাইয়ের সবচেয়ে বড় শক্তি এবার বেন স্টোকস, ইংরেজ অলরাউন্ডারে ভরসা ধোনির
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
আহমেদাবাদ: এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। কাছাকাছি রাখা যেতে পারে হার্দিক পান্ডিয়া, ক্যামেরন গ্রিনকে। কিন্তু বেন স্টোকস এক নম্বরে এটা নিয়ে অন্তত কোনও সন্দেহ নেই ম্যাথু হেডেনের। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ওপেনার হেডেন বলে দিয়েছেন একটু মানিয়ে নিতে পারলে এবারের আইপিএলটা বেনস্টোকসের হতে চলেছে। ইংরেজ অলরাউন্ডারকে নিজেদের ফ্রাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে বেশি টাকা ১৬:২৫ কোটি দিয়ে কিনেছে চেন্নাই।
এটা ঠিক হাটুতে সমস্যা থাকায় এবারে টুর্নামেন্টের প্রথম দিকে বল করতে দেখা যাবে না তাকে। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলবেন বেন। তবে চেন্নাই দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানিয়েছেন টুর্নামেন্টের মাঝামাঝি একটু সুস্থ বোধ করলে বেন স্টোকস নিজের থেকেই বল করবেন। এ ব্যাপারে দলের ডাক্তার এবং ফিজিওরা খেয়াল রাখছেন।
advertisement
advertisement
হেডেন মনে করেন এই প্রথম রাজস্থানের বাইরে অন্য ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলবেন বেন স্টোকস। তাই ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের অনেক কিছু প্রমাণ করার আছে। আসলে ধোনি নিজে চান ভবিষ্যতে সিএসকের অধিনায়কত্ব সামলান বেন। তাই তার পেছনে অনেক টাকা লাগিয়েছে চেন্নাই। বিগ বেন যেমন সাহসী, তেমনই একার হাতে খেলা ঘুরিয়ে দিতে পারেন।
advertisement
Southpaws Unplugged 📹🦁#WhistlePodu #Yellove 💛 @imjadeja @benstokes38 pic.twitter.com/WVmp24Hn5t
— Chennai Super Kings (@ChennaiIPL) March 29, 2023
ইংল্যান্ডের একদিনের এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তার অবদান ছিল সবচেয়ে বেশি। বড় ম্যাচের ক্রিকেটার। আসল সময় জ্বলে উঠতে জানেন। টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে নিজেকে আরও উন্নত করেছেন বেন। আইপিএলের ইতিহাসে বেন স্টোকসের দুটো সেঞ্চুরি এবং বেশ কয়েকটা হাফ সেঞ্চুরি আছে।
advertisement
ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা কম নয়। মহেন্দ্র সিং ধোনিকে দেখা গিয়েছে চেন্নাই অনুশীলনে বেন স্টোকসের সঙ্গে আলাদা করে কথা বলতে। এতেই বোঝা যায় তিনি কতটা ভরসা করছেন ইংরেজ অলরাউন্ডারের ওপর। হেডেন জানিয়েছেন বেন স্টোকসকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা মহেন্দ্র সিং ধোনির থেকে ভাল কেউ জানেন না। তাই যদি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে বেন স্টোকস শেষ করেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 12:10 PM IST