অজিভূমে যাওয়ার আগে দেখা গিল-রোহিত-কোহলির, কী করলেন ২ প্রাক্তন ও বর্তমান অধিনায়ক? ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS: ভারতীয় পুরুষ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা হয়েছে, যেখানে তারা তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি২০ ম্যাচ খেলবে। এই সফরকে ঘিরে অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা।
ভারতীয় পুরুষ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা হয়েছে, যেখানে তারা তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি২০ ম্যাচ খেলবে। এই সফরকে ঘিরে অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা। বিশেষ করে রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তনকে ঘিরে। আইপিএল ২০২৫-এর পর এই প্রথম দুই সিনিয়র ব্যাটসম্যান আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। ফলে এই সফর তাঁদের ফর্ম ও ফিটনেস যাচাই করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।
বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যায় শুভমান গিল রোহিত শর্মাকে চমকে দিচ্ছেন, আর রোহিত কোহলিকে আলিঙ্গন করছেন দল বাসে ওঠার সময়। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে সৌজন্যমূলক মুহূর্তও কাটিয়েছেন তাঁরা, পোস্টারে অটোগ্রাফ দিয়ে। সফরের প্রথম ব্যাচে রয়েছেন রোহিত, কোহলি, নতুন ওডিআই অধিনায়ক গিল, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা সহ বেশ কয়েকজন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার।
advertisement
এই সিরিজটি রোহিত ও কোহলির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তাঁদের ওডিআই ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা চলছে। ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে—তাঁরা কি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারবেন? এই প্রশ্নের উত্তর অনেকাংশে নির্ভর করছে তাঁদের ফর্ম, ফিটনেস ও খেলার প্রতি আগ্রহের ওপর।
advertisement
???????? ???????????????????? ???????????????? ???????????????????? ✈️
Of familiar faces and special reunions as #TeamIndia depart for the Australia challenge 😍#AUSvIND pic.twitter.com/ElV3OtV3Lj
— BCCI (@BCCI) October 15, 2025
advertisement
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই প্রসঙ্গে বলেন, “তাঁদের অভিজ্ঞতা খুব কাজে আসবে, তবে এটা দেখতে হবে কতটা ফিট তাঁরা এবং খেলায় এখনও আগ্রহ আছে কি না। একটি করে সিরিজ ধরে ভাবা উচিত, কারণ বিশ্বকাপ এখনও অনেক দূরে।” তিনি আরও যোগ করেন, “এই সফর যদি ভালো কাটে, তাহলে তাঁদের মানসিকভাবে এগিয়ে রাখবে। কিন্তু ফর্ম খারাপ হলে, তাঁরা নিজেরাই সরে দাঁড়াতে পারেন।”
advertisement
সুতরাং, অস্ট্রেলিয়া সফর শুধু তরুণদের জন্য নয়, বরং অভিজ্ঞ রোহিত-কোহলির জন্যও এক বড় পরীক্ষার মঞ্চ। এই সিরিজে তাঁদের পারফরম্যান্স ভবিষ্যতের পথ নির্ধারণ করতে পারে, বিশেষ করে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে। এখন দেখার বিষয়, তাঁরা কতটা প্রস্তুত এবং কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব নিয়ে মাঠে নামেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2025 8:24 PM IST