Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রাম থেকেই এবার প্রার্থী হবেন কি না, তা নিয়েই সংশয় রয়েছে৷ কারণ, বার বারই তিনি ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন৷
পঙ্কজ দাশরথী, কাঁথি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারানোর হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এবার পাল্টা বিরোধী দলনেতাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি৷ তৃণমূল নেতার চ্যালেঞ্জ, ২০২৬ সালে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জিততে পারলে তিনি দল ছেড়ে দেবেন৷
২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ এর পর থেকেই নন্দীগ্রাম উদ্ধারে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল নেতৃত্ব৷
এ দিন রামনগর ২ ব্লকেও তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেও ২০২৬-এ নির্বাচনের রণকৌশল নিয়ে চর্চা হয়৷ ওই অনুষ্ঠানের শেষেই সংবাদমাধ্যমের সামনে নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছোড়েন সুপ্রকাশ গিরি৷ পূর্ব মেদিনীপুরে তৃণমূলের প্রবীণ নেতা অখিল গিরির পুত্র সুপ্রকাশ বলেন, শুভেন্দু অধিকারীর যদি সত্যিই সাহস থাকে, তবে নন্দীগ্রাম থেকে জিতে দেখাক। যদি ও জেতে, আমি দল ছেড়ে দেবো! সুপ্রকাশ গিরির এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাদের মধ্যেও আলোড়ন পড়ে যায়৷
advertisement
advertisement
তবে শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রাম থেকেই এবার প্রার্থী হবেন কি না, তা নিয়েই সংশয় রয়েছে৷ কারণ, বার বারই তিনি ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন৷ যদিও তিনি নিজে ভবানীপুরে প্রার্থী হতে চান কি না, তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা৷ এ দিনও শুভেন্দু অধিকারী বলেছেন, ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০ হাজার ভোটে হারিয়ে দেখাবেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2025 8:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের