IND vs ENG: লর্ডস টেস্টে শুভমান গিলকে ওপেন চ্যালেঞ্জ! জবাব কি দেবেন ভারত অধিনায়ক?

Last Updated:

IND vs ENG 3rd test: ইংল্যান্ডের মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই ইতিহাস গড়ছেন শুভমান গিল। মাত্র দুই টেস্টে ৫৬৫ রান করে ইতিমধ্যে গড়েছেন একাধিক রেকর্ড।

News18
News18
ইংল্যান্ডের মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই ইতিহাস গড়ছেন শুভমান গিল। মাত্র দুই টেস্টে ৫৬৫ রান করে ইতিমধ্যে গড়েছেন একাধিক রেকর্ড। এজবাস্টনে ২৬৯ ও ১৬১ রানের ইনিংসে তিনি প্রমাণ করেছেন যে, ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ভরসা হতে চলেছেন তিনি। সিরিজের প্রথম দুই ম্যাচেই এত রান করার নজির নেই আর কোনো ভারতীয় ব্যাটারের। একইসাথে একজন ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও এখন গিলের দখলে।
তাঁর এই অপ্রতিরোধ্য ফর্মে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে, এবার হয়তো ডন ব্র্যাডম্যানের রেকর্ডও ভাঙতে পারেন গিল। ব্র্যাডম্যান এক সিরিজে করেছিলেন ৯৭৪ রান – যা এখনো টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। গিলের দরকার আরও ৩৯০ রান। সম্ভাবনা যে রয়েছে, তা মানছেন প্রাক্তনরা, তবে সবাই সমান আশাবাদী নন। ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার একপ্রকার গিলকে প্রকারন্তরে চ্যালেঞ্চ ছুঁড়ে দিয়েছেন।
advertisement
প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার বলেন,”দারুণ ফর্মে রয়েছে ও, এবং একজন অসাধারণ ব্যাটার। আমি চাই ও এই রেকর্ড করুক। আমি জানি না ও সেটা করতে পারবে কি না, তবে ওর সামনে সুযোগ রয়েছে। ওর ফর্ম চমৎকার, আর ওর করা উচিত বলেই আমি মনে করি। কিন্তু আমরা যেন শুধু ব্যক্তিগত রেকর্ড নিয়ে বেশি না ভাবি। এটা ভুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের হয়ে ম্যাচ জেতানো। শেষ পর্যন্ত সেটাই মূল কথা।”
advertisement
advertisement
তিনি আরও বলেন,”অধিনায়ক এবং ব্যাটার হিসেবে ও খুব ভালো করেছে। রান করাটা খুবই জরুরি ছিল, যাতে ও নেতৃত্ব দিতে পারে সামনে থেকে – এবং সেটা ও করেছে। ও একজন অভিজ্ঞ খেলোয়াড়। বিশ্বমানের ব্যাটার, এবং সেটা ইংল্যান্ডেই প্রমাণ করেছে।”
advertisement
অন্যদিকে, লিটল মাস্টার সুনীল গাভাসকার পুরোপুরি আশাবাদী। ১৯৭১ সালে নিজের অভিষেক সিরিজে যিনি করেছিলেন ৭৭৪ রান, সেই গাভাসকার মনে করেন,”আমি মনে করি লর্ডসেই সম্ভবত এটা ঘটবে এবং গিল পুরোপুরি যোগ্য একজন ব্যাটার, কারণ ওর ব্যাটিংয়ে রয়েছে টেকনিকের পরিপূর্ণতা। ওর হাতে সব শট আছে। আর সবচেয়ে বড় কথা হলো, ও জানে কীভাবে দলের প্রয়োজন অনুযায়ী খেলতে হয়। স্পষ্টতই, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমি খুব খুশি হবো যদি আমার রেকর্ড নেয়।”
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: লর্ডস টেস্টে শুভমান গিলকে ওপেন চ্যালেঞ্জ! জবাব কি দেবেন ভারত অধিনায়ক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement