IND vs ENG: লর্ডস টেস্টে শুভমান গিলকে ওপেন চ্যালেঞ্জ! জবাব কি দেবেন ভারত অধিনায়ক?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 3rd test: ইংল্যান্ডের মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই ইতিহাস গড়ছেন শুভমান গিল। মাত্র দুই টেস্টে ৫৬৫ রান করে ইতিমধ্যে গড়েছেন একাধিক রেকর্ড।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই ইতিহাস গড়ছেন শুভমান গিল। মাত্র দুই টেস্টে ৫৬৫ রান করে ইতিমধ্যে গড়েছেন একাধিক রেকর্ড। এজবাস্টনে ২৬৯ ও ১৬১ রানের ইনিংসে তিনি প্রমাণ করেছেন যে, ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ভরসা হতে চলেছেন তিনি। সিরিজের প্রথম দুই ম্যাচেই এত রান করার নজির নেই আর কোনো ভারতীয় ব্যাটারের। একইসাথে একজন ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও এখন গিলের দখলে।
তাঁর এই অপ্রতিরোধ্য ফর্মে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে, এবার হয়তো ডন ব্র্যাডম্যানের রেকর্ডও ভাঙতে পারেন গিল। ব্র্যাডম্যান এক সিরিজে করেছিলেন ৯৭৪ রান – যা এখনো টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। গিলের দরকার আরও ৩৯০ রান। সম্ভাবনা যে রয়েছে, তা মানছেন প্রাক্তনরা, তবে সবাই সমান আশাবাদী নন। ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার একপ্রকার গিলকে প্রকারন্তরে চ্যালেঞ্চ ছুঁড়ে দিয়েছেন।
advertisement
প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার বলেন,”দারুণ ফর্মে রয়েছে ও, এবং একজন অসাধারণ ব্যাটার। আমি চাই ও এই রেকর্ড করুক। আমি জানি না ও সেটা করতে পারবে কি না, তবে ওর সামনে সুযোগ রয়েছে। ওর ফর্ম চমৎকার, আর ওর করা উচিত বলেই আমি মনে করি। কিন্তু আমরা যেন শুধু ব্যক্তিগত রেকর্ড নিয়ে বেশি না ভাবি। এটা ভুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের হয়ে ম্যাচ জেতানো। শেষ পর্যন্ত সেটাই মূল কথা।”
advertisement
advertisement
তিনি আরও বলেন,”অধিনায়ক এবং ব্যাটার হিসেবে ও খুব ভালো করেছে। রান করাটা খুবই জরুরি ছিল, যাতে ও নেতৃত্ব দিতে পারে সামনে থেকে – এবং সেটা ও করেছে। ও একজন অভিজ্ঞ খেলোয়াড়। বিশ্বমানের ব্যাটার, এবং সেটা ইংল্যান্ডেই প্রমাণ করেছে।”
advertisement
অন্যদিকে, লিটল মাস্টার সুনীল গাভাসকার পুরোপুরি আশাবাদী। ১৯৭১ সালে নিজের অভিষেক সিরিজে যিনি করেছিলেন ৭৭৪ রান, সেই গাভাসকার মনে করেন,”আমি মনে করি লর্ডসেই সম্ভবত এটা ঘটবে এবং গিল পুরোপুরি যোগ্য একজন ব্যাটার, কারণ ওর ব্যাটিংয়ে রয়েছে টেকনিকের পরিপূর্ণতা। ওর হাতে সব শট আছে। আর সবচেয়ে বড় কথা হলো, ও জানে কীভাবে দলের প্রয়োজন অনুযায়ী খেলতে হয়। স্পষ্টতই, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমি খুব খুশি হবো যদি আমার রেকর্ড নেয়।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 10:25 AM IST