Asia Cup 2025: বাদ পড়লেন ৬ তারকা! ভারতীয় দলে আকাশ-পাতাল বদল! জেনে নিন বিস্তারিত

Last Updated:

Asia Cup 2025: সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। ঘোষিত দলে রয়েছে একাধিক চমক।

News18
News18
সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। ঘোষিত দলে রয়েছে একাধিক চমক। যেখানে জায়গা পেয়েছেন শুভমান গিল, জসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। আসন্ন এই প্রতিযোগিতা ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাশাহির দুবাই এবং আবুধাবিতে অনুষ্ঠিত হবে।
গিলের প্রত্যাবর্তন ও নেতৃত্বে পরিবর্তন:
টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল প্রায় এক বছরের ব্যবধানে টি২০ দলে ফিরেছেন এবং এবার তিনি সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন। তিনি সর্বশেষ টি২০ খেলেছিলেন ৩০ জুলাই ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। গিল দলে ফিরেছেন অক্ষর প্যাটেলের পরিবর্তে সহ-অধিনায়ক হিসেবে।
বুমরাহ-কুলদীপ ফিরলেন টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর:
বিশ্বসেরা টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবং স্পিনার কুলদীপ যাদবও দলে ফিরেছেন। দুজনেই সর্বশেষ টি২০ খেলেছেন ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাঁদের অভিজ্ঞতা দলের বোলিং আক্রমণের শক্তি আরও বাড়াবে।
advertisement
advertisement
জিতেশ শর্মার প্রত্যাবর্তন:
আরসিবির উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা দলে ফিরেছেন দীর্ঘদিন পর। তিনি সর্বশেষ ভারতের হয়ে টি২০ খেলেছিলেন ১৪ জানুয়ারি ২০২৪ সালে। দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।
দল থেকে বাদ ৬ জন:
এশিয়া কাপের দলে জায়গা পাননি ছয় জন তারকা ক্রিকেটার, যাঁরা ইংল্যান্ডের বিপক্ষে জানুয়ারি-ফেব্রুয়ারিতে শেষ টি-২০ সিরিজে খেলেছিলেন। বাদ পড়া খেলোয়াড়রদের তালিকায় রয়েছেন-মহাম্মদ শামি, নীতিশ কুমার রেড্ডি , রমনদীপ সিং, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল। নীতিশ কুমার রেড্ডি চোটের কারণে বাদ গেলেও বাকি পাঁচজনকে বাদ দেওয়া হয়েছে আইপিএল ২০২৫-এ হতাশাজনক পারফরম্যান্সের কারণে।
advertisement
যারা দলে টিকে গেলেন:
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা শেষ টি-২০ সিরিজ থেকে যাঁরা এশিয়া কাপের টি২০ দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন, তাঁরা হলেন- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং
এশিয়া কাপ ২০২৫ভারতের টি২০ দল :
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিং।
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: বাদ পড়লেন ৬ তারকা! ভারতীয় দলে আকাশ-পাতাল বদল! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement