Shubman Gill Injury Update: ঘাড়ের চোট সহজে পিছু ছাড়ছে না, রবিবারও নামতে পারবেন না গিল, হাসপাতাল থেকে বড় খবর

Last Updated:

Shubman Gill Injury Update: টিম ম্যানেজমেন্ট সূত্রে পাওয়া  খবর ছিল যে প্রথম ইনিংসে ব্যাট করা কার্যত অনিশ্চিত- সেটাই সত্যি হয় ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে থমকে গেলেও তিনি ব্যাট করতে নামতে পারেননি৷

রবিবারও খেলতে নামতে পারবেন না শুভমান গিল
রবিবারও খেলতে নামতে পারবেন না শুভমান গিল
কলকাতা: ইডেন গার্ডেন্সে দ্বিতীয় দিনের শেষে এল খারাপ খবর৷ প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে চোটের জন্য মাঠ ছাড়েন৷ প্রথম ইনিংসে তিনি আর ব্যাট করতে পারেননি৷ শুধু এটুকুই নয়, আগামিকাল অর্থাৎ রবিবারও খেলতে পারবেন না ভারত অধিনায়ক শুভমান গিল৷
এদিন ম্যাচের শেষে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গিলকে৷ সেখানেই চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করেন৷ ইডেন টেস্টে ব্যাট করার সময় ঘাড়ে চোটের অস্বস্তিতে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক গিল। হারমারের বলে সুইপ মারতে গিয়ে ঘাড়ে চোট পেয়েছেন। ব্যথা এতটাই অনুভব হয় যে মাঠ ছাড়তে বাধ্য হন গিল। ড্রেসিংরুম সূত্রে খবর, Acute neck sprain হয়েছে গিলের। ‌ ভারতীয় অধিনায়কের চিকিৎসা চলছে, নেক কলার পড়ে ড্রেসিংরুমে বসে রয়েছেন। টিম ম্যানেজমেন্ট সূত্রে পাওয়া  খবর ছিল যে প্রথম ইনিংসে ব্যাট করা কার্যত অনিশ্চিত- সেটাই সত্যি হয় ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে থমকে গেলেও তিনি ব্যাট করতে নামতে পারেননি৷
advertisement
advertisement
শনিবার সকালেই ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন অধিনায়ক শুভমান গিল। ভারতীয় দলের জন্য একটি বড় ধাক্কা ছিল, স্টিফ নেকের সমস্যার সঙ্গে সঙ্গে গিল মাঠ ছেড়ে চলে যান। দ্বিতীয় দিনের সকালের সেশনে এই ঘটনাটি ঘটে, ইনিংসের ৩৫তম ওভারে ওয়াশিংটন সুন্দরের উইকেটের পর গিল ব্যাট করতে নামার কয়েক মিনিটের মধ্যেই ব্যাথায় কাতর হয়ে পড়েন তিনি৷  ২৫ বছর বয়সী এই খেলোয়াড় স্পষ্ট ব্যথায় কাতর ছিলেন এবং ফিজিওরা যখন মাঠে কোনওভাবে তাঁকে স্বস্তি দেওয়া যায় কিনা -এই বিষয়ের প্রাথমিক শুশ্রুষা করছিলেন  তখন তিনি তার ঘাড় ধরে ছিলেন।
advertisement
advertisement
গিল যখন ব্যাট করতে নামেন তখন তাকে ইডেন গার্ডেন্সে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে, নড়াচড়া করতে এবং ব্যাট চালাতে অসুবিধা হচ্ছিল ফলে ইনিংসে মাত্র ৩ বলেই রিটায়ার হার্ট হন এই ব্যাটসম্যান।
গিল ব্যাট করতে ফিরবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি, প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের প্রশংসা করেছেন, ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে “একজন নিখুঁত অধিনায়ক” বলে অভিহিত করেছেন দাদা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill Injury Update: ঘাড়ের চোট সহজে পিছু ছাড়ছে না, রবিবারও নামতে পারবেন না গিল, হাসপাতাল থেকে বড় খবর
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement