IND vs ENG: দলে একাধিক বদল! কোন ১১ জনকে নামাচ্ছে ভারত? জানিয়ে দিলেন গিল! বড় আপডেট

Last Updated:

IND vs ENG 5th Test: ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে। ভারতের একাদশ দিয়ে বড় আপডেট দিলেন গিল।

News18
News18
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক শুভমান গিল স্পষ্ট করে কিছু না জানালেও বলেন, “আমরা বুমরাহকে নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেব; উইকেটটা খুবই সবুজ দেখাচ্ছে, তাই দেখি কী হয়।” ওভালের পিচ সবুজ ঘাসে মোড়া থাকায় পেসারদের জন্য সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। ইংল্যান্ড ইতিমধ্যেই চার পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত জানিয়েছে।
বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও সম্ভাবনা তৈরি হয়েছে পঞ্জাবের তরুণ পেসার আর্শদীপ সিং-এর টেস্ট অভিষেকের। গিল জানিয়েছেন, অর্শদীপকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, ইংল্যান্ড তাদের একাদশে কোনো মূল স্পিনার রাখেনি, ফলে ভারতের স্পিন বিভাগে জাদেজা ও ওয়াশিংটন সুন্দরই দায়িত্ব সামলাবেন।
ভারতীয় শিবিরে ইনজুরি সমস্যা থাকলেও অধিকাংশ খেলোয়াড় ফিট রয়েছেন। আকাশ দীপ তার হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠেছেন, ফলে তাকেও একাদশে রাখার সম্ভাবনা রয়েছে। অংশুল কাম্বোজ এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় তার পরিবর্তে অর্শদীপ খেলতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। আকাশ দীপ খেলতে পারেন শার্দুল ঠাকুরের জায়গায়।
advertisement
advertisement
ফিল্ডিং ও পিচ কন্ডিশন প্রসঙ্গে গিল বলেন,”যেসব উইকেটে পেসারদের ব্যবহার বেশি হয়, সেখানে ফিল্ডিং অনেক কঠিন হয়ে পড়ে। তবে আমাদের পেসাররা এবং গোটা দল ভালো জায়গায় আছে। ভাগ্যক্রমে বেশিরভাগ খেলোয়াড় ফিট। পিচ ও আবহাওয়া বিবেচনা করে একাদশ চূড়ান্ত করা হবে।” তিনি ইংল্যান্ডের ডসনকে না রাখার সিদ্ধান্ত নিয়ে কিছু না বললেও ভারতীয় অলরাউন্ডারদের ভূয়সী প্রশংসা করেন।
advertisement
অধিনায়ক গিলের মতে, ওয়াশিংটন সুন্দর দলের জন্য একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠেছেন। তার বল হাতে নিয়ন্ত্রণ এবং ব্যাটিং সামর্থ্য ভারতের লোয়ার মিডল অর্ডারে ভরসা এনে দিয়েছে। দল এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে ব্যাটিং গভীরতা এবং বিকল্প বোলিং অপশন একসঙ্গে পাওয়া যাচ্ছে।
advertisement
গিল সরাসরি না বললেও, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারত অধিনায়কের মন্তব্য থেকে পরিষ্কার কেমন হতে চলেছে ভারতের একাদশ। ব্যাটিং লাইনে শুধু পন্থের বদলে ধ্রুব জুরেল, দুই অলরাউন্ডার জাদেজা ও সুন্দ এবং চার পেসার নিয়ে নামছে ভারত।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: দলে একাধিক বদল! কোন ১১ জনকে নামাচ্ছে ভারত? জানিয়ে দিলেন গিল! বড় আপডেট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement