Shubman Gill: হারিয়ে দিলেন 'পাকিস্তানকে'! ম্যাঞ্চেস্টার টেস্টে আরও এক বিশ্বরেকর্ড শুভমান গিলের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill: ২০২৫ সালের ২৪ মে শুভমান গিলকে ভারতের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। এবার ম্যাঞ্চেস্টার টেস্টে আরও এক বিশ্বরেকর্ড শুভমান গিলের।
২০২৫ সালের ২৪ মে শুভমান গিলকে ভারতের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট সিরিজেই তিনি ইংল্যান্ডে কোনো এশীয় ব্যাটারের করা এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন।
২০০৬ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে মহম্মদ ইউসুফ চারটি ম্যাচে সাত ইনিংসে ৬৩১ রান করেছিলেন। চলতি চতুর্থ ভারত-ইংল্যান্ড টেস্টে, ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় ইনিংসে গিলকে ইউসুফের রেকর্ড ভাঙতে ১৩ রান দরকার ছিল, যা তিনি খেলার চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে অর্জন করে ফেলেন।
ইংল্যান্ডে এক টেস্ট সিরিজে এশীয় ব্যাটারের সর্বোচ্চ রান:
advertisement
advertisement
খেলোয়াড় | দেশ | সাল | ম্যাচ | রান | সেরা ইনিংস |
---|---|---|---|---|---|
শুভমান গিল | ভারত | ২০২৫ | ৪ | ৬৯৭* | ২৬৯ |
মহম্মদ ইউসুফ | পাকিস্তান | ২০০৬ | ৪ | ৬৩১ | ২০২ |
রাহুল দ্রাবিড় | ভারত | ২০০২ | ৪ | ৬০২ | ২১৭ |
বিরাট কোহলি | ভারত | ২০১৮ | ৫ | ৫৯৩ | ১৪৯ |
সুনীল গাভাসকর | ভারত | ১৯৭৯ | ৪ | ৫৪২ | ২২১ |
advertisement
অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুই টেস্টেই তিনটি সেঞ্চুরি করা গিল যদি দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ৩৭ রান করে বিরাট কোহলির “ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রান” রেকর্ডও ভেঙে ফেলেন। ২০১৬ সালের ভারত-ইংল্যান্ড সিরিজে অধিনায়ক হিসেবে কোহলি পাঁচটি ম্যাচে ৬৫৫ রান করেছিলেন। এবার তা গিলের নামে হল।
advertisement
তবে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্ট সিরিজে কোনো এশীয় ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডটি ইয়াশস্বী জয়সওয়ালের দখলে রয়েছে। ২০২৪ সালের ইংল্যান্ডের ভারত সফরে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের হয়ে জয়সওয়াল পাঁচটি ম্যাচে ৭১২ রান করেছিলেন।
আরও পড়ুনঃ
advertisement
সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় (SENA) অনুষ্ঠিত কোনো টেস্ট সিরিজে এশীয় ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডটি বিরাট কোহলির দখলে ছিল। ২০১৪-১৫ সালের অস্ট্রেলিয়া সফরে তিনি চার ম্যাচে ৬৯২ রান করেন। তাও দ্বিতীয় ইনিংসে ভেঙে দেন গিল। ৭৪ রান করতেই কোহলিকে টপকে যান গিল।
SENA দেশগুলিতে একটি টেস্ট সিরিজে এশীয় ব্যাটারের সর্বোচ্চ রান:
advertisement
খেলোয়াড় | দেশ | ভেন্যু | সাল | ম্যাচ | রান | সেরা ইনিংস |
---|---|---|---|---|---|---|
বিরাট কোহলি | ভারত | অস্ট্রেলিয়া | ২০১৪-১৫ | ৪ | ৬৯২ | ১৬৯ |
শুভমান গিল | ভারত | ইংল্যান্ড | ২০২৫ | ৪ | ৬৯৭* | ২৬৯ |
মহম্মদ ইউসুফ | পাকিস্তান | ইংল্যান্ড | ২০০৬ | ৪ | ৬৩১ | ২০২ |
রাহুল দ্রাবিড় | ভারত | অস্ট্রেলিয়া | ২০০৩-০৪ | ৪ | ৬১৯ | ২৩৩ |
রাহুল দ্রাবিড় | ভারত | ইংল্যান্ড | ২০০২ | ৪ | ৬০২ | ২১৭ |
বিরাট কোহলি | ভারত | ইংল্যান্ড | ২০১৮ | ৫ | ৫৯৩ | ১৪৯ |
advertisement
এখন গিল যদি পঞ্চম দিনে ব্যক্তিগত ৮১ রান করেন, তাহলে তিনি হবেন SENA দেশগুলিতে একটি টেস্ট সিরিজে ৭০০ রান করা প্রথম এশীয় অধিনায়ক হবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 11:53 AM IST