হোম /খবর /খেলা /
শুভমন গিলের গড়ে যাওয়া ভিতে শেষ বেলায় নায়ক তেওয়াতিয়া, পঞ্জাবকে হারাল গুজরাত

PBKS vs GT: শুভমন গিলের গড়ে যাওয়া ভিতে শেষ বেলায় নায়ক তেওয়াতিয়া, পঞ্জাবকে হারাল গুজরাত

ফের রাজকীয় শুভমন গিল

ফের রাজকীয় শুভমন গিল

  • Share this:

মোহালি: পঞ্জাব কিংস দলের দেওয়া টার্গেট তাড়া করতে গুজরাতের খুব বেশি সমস্যা হবে না সেটা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার ছিল না। তবে পঞ্জাব দলে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার রাবাদা আজ ফিরেছিলেন। আইপিএলে যার সাফল্য প্রচুর। তাই তাকে সামলানো গেলেই এবং কিছুটা আর্শদীপকে সামলে দিতে পারলে গুজরাত জিতবে সেটাই ছিল স্বাভাবিক।

কিন্তু আজও ৮ করে আউট হার্দিক। শুভমন গিলকেকে সহায়তা করবে সেটাই ছিল প্রশ্ন। ছয় মারতে গিয়ে রাবাডার বলে শর্টের হাতে ক্যাচ দিয়ে আউট ঋদ্ধি। ৩০ রান করলেন তিনি। আরশদীপ সিংহ ফিরেই উইকেট নিলেন। গুজরাতের ছন্দে থাকা ব্যাটারকে ফেরালেন ১৯ রানে। ফিরলেন সুদর্শন।

ক্রিকেট যেমন দেয়, তেমন কেড়ে নেয়। এই কথাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি বুঝতে পারছেন গুজরাত টাইটানস দলের বাঁহাতি পেসার যশ দয়াল! ক্রিকেট এখন তার প্রতি নির্দয়। ফলে দল থেকে বাদ পড়তে হল বৃহস্পতিবার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত খেলায় দাপট ছিল গুজরাতের। কিন্তু শেষ ওভারে সব হিসাব বদলে যায়।

শেষ ওভারে কলকাতার জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। প্রথম বলে সিঙ্গল নেন উমেশ যাদব। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন রিঙ্কু। ম্যাচ হেরে মাঠেই কেঁদে ফেলেন যশ। তা হলে কি তাঁর আত্মবিশ্বাস এতটাই কমে গিয়েছে যে তাঁকে নামানোর ঝুঁকি নিলেন না হার্দিকরা! প্রশ্ন উঠছে। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত।

প্রথম থেকে গুজরাতকে দেখে বোঝা যাচ্ছিল আজ তারা কতটা মরিয়া। প্রভসিমরান সিং কে আউট করলেন শামি। ফর্মে থাকা শিখর ধাওয়ানকে (৮) ফিরিয়ে দিলেন লিটল। এরপর অবশ্য পঞ্জাবের হয়ে ২৪ বলে ৩৬ করে দিলেন ম্যাথু শর্ট। তবে রশিদ খানের গুগলি বুঝতে না পেরে বোল্ড হলেন। আলজারি জোসেফ দুর্দান্ত বল করলেন গুজরাটের হয়ে।

আবার এদিন শুভমন গিল প্রমাণ করে দিলেন জীবনের সেরা ছন্দে আছেন তিনি। ওপেন করা থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়া সহজ কথা নয়। অল্পের জন্য পারেননি গিল। চার বল বাকি থাকতে আউট হয়ে যান স্যাম কারানের বলে বোল্ড হয়ে। তখন গুজরাতের প্রয়োজন চার বলে ছয় রান। তেওয়াটিয়া এবং ডেভিড মিলার অবশ্য ভুল করেননি। এক বল বাকি থাকতে তেওয়াটিয়া চার মেরে জয় এনে দেন গুজরাতকে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Gujarat titans, PBKS