Shubman Gill: করেছেন মাত্র ২৩ রান, তারপরও গাভাসকর-সোবার্সদের একের পর এক রেকর্ড ভাঙলেন গিল

Last Updated:

Shubman Gill: সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ওভালে প্রথম দিনেও একাধিক ইতিহাস গড়লেন তিনি। যদিও শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২১ রান করে সেট হয়ে গিয়েও বাজে রান আউট হয়েছেন গিল।

(Photo-AP)
(Photo-AP)
ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে ব্যাট হাতে অসাধারণ ছন্দে আছেন শুভমান গিল। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ওভালে প্রথম দিনেও একাধিক ইতিহাস গড়লেন তিনি। যদিও শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২১ রান করে সেট হয়ে গিয়েও বাজে রান আউট হয়েছেন গিল। যা নিয়ে ভারত অধিনায়ককেও চূড়ান্ত হতাশ দেখায়। কিন্তু তারপরও মাত্র ২১ রানের ইনিংসের বড় নজির গড়ে ফেলেছেন গিল।
ওভালে মাত্র ১১ রান দরকার ছিল শুভমান গিলের। তা করলেই ভারতের অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ ছিল।। ২১তম ওভারে জেমি ওভারটনের বলে চার মেরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন গিল। সুনীল গাভাসকরের ১৯৭৮-৭৯ সালে করা ৭৩২ রানের রেকর্ডকে পিছনে ফেলে গিল এখন ৭৩৩ রানে পৌঁছে গেছেন। প্রথম ইনিসের পর গিলের মোট রান এই সিরিজে এখনও ৭৪৩।
advertisement
এছাড়া শুভমান গিল SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলিতে খেলা টেস্ট সিরিজে একজন বিদেশের অধিনায়কের সর্বোচ্চ রান করার রেকর্ড ভেঙেছেন। পঞ্চম টেস্টে গ্যারি সোবার্সের ৭২২ রানের রেকর্ড অতিক্রম করার জন্য গিলের এক রানের প্রয়োজন ছিল এবং তিনি তার ইনিংসের ষষ্ঠ বলে দুটি রান নিয়ে সেই। লক্ষ্য অর্জন করেন।
advertisement
এই দুর্দান্ত ইনিংসের মাধ্যমে গিল শুধুমাত্র ভারতের অধিনায়ক হিসেবেই নয়, বরং বিশ্বের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ডন ব্র্যাডম্যানের ১৯৩৬-৩৭ অ্যাশেজে করা ৮১০ রানের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে গিলের। পাশাপাশি, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে গ্রাহাম গুচের করা ৭৫২ রানের রেকর্ড ভাঙার খুব কাছে রয়েছেন তিনি।
advertisement
শুধু তাই নয়, ভারতের হয়ে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও নিজের নাম তুলে ফেলেছেন গিল। সুনীল গাভাসকরের ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে করা ৭৭৪ রানের রেকর্ড এখন গিলের খুব কাছে। এছাড়া চলতি সিরিজে যশস্বী জয়সওয়ালের ৭১২ রানকেও ছাড়িয়ে গেছেন তিনি।
advertisement
এই অসাধারণ পারফরম্যান্স শুভমান গিলকে ভারতের টেস্ট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে তুলে ধরেছে। ক্রিকেটবিশ্বের চোখ এখন ওভালের পিচে, যেখানে গিলের ব্যাট থেকে আসতে পারে আরও একাধিক রেকর্ড।
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill: করেছেন মাত্র ২৩ রান, তারপরও গাভাসকর-সোবার্সদের একের পর এক রেকর্ড ভাঙলেন গিল
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement