Gambhir and Gill: ‘তোমার ছুটি, আমার নয়’- দক্ষিণ আফ্রিকা বধের ব্লু প্রিন্ট বানাতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি কলকাতায় আসছেন টিম ইন্ডিয়ার কোচ-অধিনায়ক

Last Updated:

Shubman Gill and Gautam Gambhir: সূত্রের খবর সোমবার ইডেনের উইকেট দেখতে যেতে পারেন ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক।

রবিবার কলকাতায় আসছেন গম্ভীর ও গিল
রবিবার কলকাতায় আসছেন গম্ভীর ও গিল
কলকাতা: শনিবারই শেষ টি টোয়েন্টি খেলাটা ভেস্তে গেছে অস্ট্রেলিয়ায়৷ তবুও ১৭ বছরের রেকর্ড অক্ষুন্ন রেখে সূর্যকুমার যাদবের ভারত ২-১ সিরিজ জিতে গেছে৷ এদিকে ঠিক যেখানে টি টোয়েন্টি শেষ হচ্ছে সেখানেই কয়েকদিন বাদেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে ভারত৷  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে সরাসরি টেস্ট ম্যাচের প্রস্তুতিতে কলকাতায় চলে আসছেন ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক।
ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল দুজনেই অস্ট্রেলিয়া থেকে দুবাই হয়ে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। কোচ এবং অধিনায়ক ছাড়াও একই সঙ্গে অস্ট্রেলিয়া থেকে টেস্ট দলে থাকা দুই ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও বুমরাহ রবিবার রাতেই কলকাতায় পৌঁছে যাবেন। বাকি টেস্ট দলের ক্রিকেটাররা সোমবার বিভিন্ন সময় কলকাতায় আসবেন।
advertisement
advertisement
ভারতীয় দলের কোচ অধিনায়ক সহ মোট চারজন ক্রিকেটার আসছেন রবিবার। এছাড়া গোটা দক্ষিণ আফ্রিকা দল টেস্ট ম্যাচ খেলতে রবিবার সন্ধ্যাবেলায় চলে আসছে কলকাতায়। তবে সোমবার অনুশীলন করবে না দক্ষিণ আফ্রিকা৷ মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন। ভারতীয় দলও মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে।
advertisement
তবে সূত্রের খবর সোমবার ইডেনের উইকেট দেখতে যেতে পারেন ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক। ১৪ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে কোনওরকম খামতি রাখতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই অস্ট্রেলিয়া থেকে একদিনের জন্য বাড়ি না গিয়ে সরাসরি টেস্ট সিরিজে ঢুকে পড়ছে টিম ইন্ডিয়া
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gambhir and Gill: ‘তোমার ছুটি, আমার নয়’- দক্ষিণ আফ্রিকা বধের ব্লু প্রিন্ট বানাতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি কলকাতায় আসছেন টিম ইন্ডিয়ার কোচ-অধিনায়ক
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement