Shreyas Iyer Gets Marriage Proposal: 'মা ছেলে খুঁজতে বলেছে', কলকাতায় এসেই বিয়ের প্রস্তাব পেলেন শ্রেয়স আইয়ার

Last Updated:

Shreyas Iyer Gets Marriage Proposal: পোস্টারে লিখলেন মায়ের কথা। কেকেআর অধিনায়ককে খুল্লমখুল্লা বিয়ের প্রস্তাব মহিলার।

#কলকাতা: আইপিএলের ৩০তম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান এদিন কেকেআরকে ২১৮ রানের টার্গেট দিয়েছিল। জবাবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দল ২১০ রান করতে পারে। তবে ম্যাচ বাঁচানোর অনেক চেষ্টা করেন অধিনায়ক আইয়ার। তিনি ৫১ বলে ৮৫ রান করেন। তবে তাঁর এমন মারকাটারি ইনিংস মাঠে মারা গেল।
এই ম্যাচের আগে কেকেআর অধিনায়ককে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন এক মহিলা ভক্ত। বিয়ের প্রস্তাবের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের একজন ভক্তকে ব্রেবোর্ন স্টেডিয়ামের বাইরে একটি পোস্টার হাতে দেখা গিয়েছে। সেই পোস্টারে লেখা ছিল, আমার মা আমাকে ছেলে খুঁজতে বলেছেন। তা হলে শ্রেয়াস আইয়ার তুমি কি আমাকে বিয়ে করবে?
advertisement
আরও পড়ুন- করোনা হানার জের, বদলে গেল দিল্লি বনাম পঞ্জাব ম্যাচের ভ্যেনু
এমন কাণ্ড অবশ্য ক্রিকেটে নতুন কিছু নয়। এর আগেও বহু সুপুুরুষ ক্রিকেটার মাঠে বিয়ের প্রস্তাব পেয়েছেন। জাহির খান থেকে শুরু করে এম এস ধোনি, একের পর এক তারকাকে তাঁদের মহিলা ভক্তরা প্রেম নিবেদন করেছেন খুল্লমখুল্লা। তবে শ্রেয়সকে সেই মহিলা ভক্ত যেভাবে বিয়ের প্রস্তাব দিলেন, তা কিন্তু অনন্য বলা চলে।
advertisement
advertisement
এই ছবিটি ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে। কেকেআর এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২১৭ রান করে।
আরও পড়ুন- ছেলেদের জার্সি কেটে বানানো হত মহিলা ক্রিকেটারদের জার্সি! বিস্ফোরক অভিযোগ ‘এঁর’
রাজস্থানের হয়ে জোস বাটলার ছলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করেন। এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন ইংলিশ ব্যাটার। লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৯.৪ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় কেকেআর। রাজস্থানের যুজবেন্দ্র চাহাল হ্যাটট্রিক সহ ৪০ রানে ৫ উইকেট নেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shreyas Iyer Gets Marriage Proposal: 'মা ছেলে খুঁজতে বলেছে', কলকাতায় এসেই বিয়ের প্রস্তাব পেলেন শ্রেয়স আইয়ার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement