#কলকাতা: আইপিএলের ৩০তম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান এদিন কেকেআরকে ২১৮ রানের টার্গেট দিয়েছিল। জবাবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দল ২১০ রান করতে পারে। তবে ম্যাচ বাঁচানোর অনেক চেষ্টা করেন অধিনায়ক আইয়ার। তিনি ৫১ বলে ৮৫ রান করেন। তবে তাঁর এমন মারকাটারি ইনিংস মাঠে মারা গেল।
এই ম্যাচের আগে কেকেআর অধিনায়ককে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন এক মহিলা ভক্ত। বিয়ের প্রস্তাবের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের একজন ভক্তকে ব্রেবোর্ন স্টেডিয়ামের বাইরে একটি পোস্টার হাতে দেখা গিয়েছে। সেই পোস্টারে লেখা ছিল, আমার মা আমাকে ছেলে খুঁজতে বলেছেন। তা হলে শ্রেয়াস আইয়ার তুমি কি আমাকে বিয়ে করবে?
আরও পড়ুন- করোনা হানার জের, বদলে গেল দিল্লি বনাম পঞ্জাব ম্যাচের ভ্যেনু
এমন কাণ্ড অবশ্য ক্রিকেটে নতুন কিছু নয়। এর আগেও বহু সুপুুরুষ ক্রিকেটার মাঠে বিয়ের প্রস্তাব পেয়েছেন। জাহির খান থেকে শুরু করে এম এস ধোনি, একের পর এক তারকাকে তাঁদের মহিলা ভক্তরা প্রেম নিবেদন করেছেন খুল্লমখুল্লা। তবে শ্রেয়সকে সেই মহিলা ভক্ত যেভাবে বিয়ের প্রস্তাব দিলেন, তা কিন্তু অনন্য বলা চলে।
এই ছবিটি ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে। কেকেআর এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২১৭ রান করে।
আরও পড়ুন- ছেলেদের জার্সি কেটে বানানো হত মহিলা ক্রিকেটারদের জার্সি! বিস্ফোরক অভিযোগ ‘এঁর’
রাজস্থানের হয়ে জোস বাটলার ছলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করেন। এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন ইংলিশ ব্যাটার। লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৯.৪ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় কেকেআর। রাজস্থানের যুজবেন্দ্র চাহাল হ্যাটট্রিক সহ ৪০ রানে ৫ উইকেট নেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Kkr, Shreyas Iyer