Shreayas Iyer: দল থেকে বাদ পড়া নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রেয়স আইয়ার! বড় কথা বলে দিলেন তারকা ব্যাটার

Last Updated:

Shreyas Iyer: ইংল্যান্ড সফরের পর এশিয়া কাপের দলেও পাননি সুযোগ। কী ভাবছেন তিনি? তার কী মতামত? অবশেষে শ্রেয়স আইয়ার জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রথমবার মুখ খুললেন।

News18
News18
ইংল্যান্ড সফরের পর এশিয়া কাপের দলেও পাননি সুযোগ। কী ভাবছেন তিনি? তার কী মতামত? অবশেষে শ্রেয়স আইয়ার জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রথমবার মুখ খুললেন। তিনি স্পষ্টভাবে জানান, দল থেকে বাদ পড়া তার জন্য অত্যন্ত হতাশাজনক, বিশেষ করে যখন তিনি মনে করেন যে তিনি একাদশে থাকার যোগ্য। আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের পরেও তাকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা হয়নি, যা নিয়ে ক্রিকেট মহলেও প্রশ্ন উঠছে।
আইপিএলে আইয়ার ৬০০-র বেশি রান এবং ১৭৫-র বেশি স্ট্রাইকরেটে খেলেন। এমন পারফরম্যান্সের পরেও তাকে উপেক্ষা করা অনেকের কাছেই অবাক করার মতো। প্রধান নির্বাচক অজিত আগারকার জানান, “দলে তার জন্য কোনো জায়গা ছিল না” এবং “তার মতো বড় খেলোয়াড়কে শুধু রিজার্ভে রাখা ঠিক নয়।” এই ব্যাখ্যায় আরও অসন্তুষ্ট হয়েছেন অনেক ভক্ত।
advertisement
শ্রেয়াস আইয়ার জানান, “যখন আপনি জানেন আপনি দলের হয়ে খেলার যোগ্য, কিন্তু সুযোগ পাচ্ছেন না, তখন হতাশা আসে। কিন্তু দল যখন জেতে, তখন সব দুঃখ ভুলে যাওয়া যায়। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য হলো দেশের সাফল্য।” তিনি এটাও বলেন, “যদি আপনি সুযোগ না-ও পান, তবুও নিজের কাজ সৎভাবে চালিয়ে যেতে হবে, এমনকি যখন কেউ দেখছে না তখনও।”
advertisement
advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিরাট কোহলি ফিট না থাকায় শেষ মুহূর্তে আইয়ার একাদশে সুযোগ পান এবং দুর্দান্ত পারফর্ম করেন। এরপর কোচ গৌতম গম্ভীর তাকে দলে রাখেন এবং তিনি নিজের জায়গা পাকা করেন। এটাও প্রমাণ করে যে চাপের মুখে তিনি নিজেকে প্রমাণ করতে জানেন।
advertisement
বর্তমানে আইয়ারকে ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে, যারা লখনউতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে দুটি ৪ দিনের টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজ তার জন্য জাতীয় দলে ফেরার একটি বড় সুযোগ হতে পারে। ভবিষ্যতে শ্রেয়স আইয়ার আবার জাতীয় দলে জায়গা করে নেবেন বলেই আশা করছে তার অনুরাগীরা। তার লড়াকু মানসিকতা এবং ধারাবাহিক পারফরম্যান্সই হতে পারে তার ফেরার মূল চাবিকাঠি।
বাংলা খবর/ খবর/খেলা/
Shreayas Iyer: দল থেকে বাদ পড়া নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রেয়স আইয়ার! বড় কথা বলে দিলেন তারকা ব্যাটার
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement