‘‌...দরকার হলে ওয়াসিম আক্রমকে খুন করতাম’‌ বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার

Last Updated:

একটি টেলিভিশন শোয়ে প্রাক্তন পাকিস্তানি পেস বোলার যা বললেন, তা চমকে দেবে

#‌নয়া দিল্লি:‌ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার স্বীকারোক্তিতে এখন তোলপাড় ক্রিকেট বিশ্ব। তিনি আর কেউ নন, শোয়েব আখতার। একটি টেলিভিশন শোয়ে প্রাক্তন পাকিস্তানি পেস বোলার দাবি করেছেন, ‘‌আমি ১৯৯০ সালের কয়েকটি ম্যাচ দেখছিলাম, সেখানে দেখলাম, কী দারুণ পারফর্ম করলেন ওয়াসিম আক্রম। প্রায় হারা ম্যাচ জিতিয়ে আনলেন তিনি। আমি ওনার অসাধারণ বোলিং দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি আজ এই সাক্ষাৎকারে স্পষ্ট বলতে চাই, যদি ওয়াসিম আক্রম আমাকে বলতেন ম্যাচ ফিক্সিং করতে, তাহলে আমি ওনাকে হয় ধ্বংস করে দিতাম, নয়ত একেবারে খুন করে দিতাম। কিন্তু আমি জানি, উনি আমাকে কোনওদিনই এসব করতে বলতেন না।’‌
জীবনে অনেকগুলো বছর শোয়েব খেলেছেন পাকিস্তানের হয়ে। তিনি জানিয়েছেন, ‘‌আমি সাত–আট বছর টানা পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছি। অনেকবার দেখেছি, বিরুদ্ধে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট নিয়ে আক্রম আমাকে সাহায্য করেছেন। নীচের দিকের উইকেট আমাকে নিতে হয়েছে শুধু।’‌
পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব প্রায় ৪০০–বেশি উইকেট নিয়েছেন ক্রিকেট জীবনে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‌...দরকার হলে ওয়াসিম আক্রমকে খুন করতাম’‌ বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement