‘...দরকার হলে ওয়াসিম আক্রমকে খুন করতাম’ বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
একটি টেলিভিশন শোয়ে প্রাক্তন পাকিস্তানি পেস বোলার যা বললেন, তা চমকে দেবে
#নয়া দিল্লি: প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার স্বীকারোক্তিতে এখন তোলপাড় ক্রিকেট বিশ্ব। তিনি আর কেউ নন, শোয়েব আখতার। একটি টেলিভিশন শোয়ে প্রাক্তন পাকিস্তানি পেস বোলার দাবি করেছেন, ‘আমি ১৯৯০ সালের কয়েকটি ম্যাচ দেখছিলাম, সেখানে দেখলাম, কী দারুণ পারফর্ম করলেন ওয়াসিম আক্রম। প্রায় হারা ম্যাচ জিতিয়ে আনলেন তিনি। আমি ওনার অসাধারণ বোলিং দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি আজ এই সাক্ষাৎকারে স্পষ্ট বলতে চাই, যদি ওয়াসিম আক্রম আমাকে বলতেন ম্যাচ ফিক্সিং করতে, তাহলে আমি ওনাকে হয় ধ্বংস করে দিতাম, নয়ত একেবারে খুন করে দিতাম। কিন্তু আমি জানি, উনি আমাকে কোনওদিনই এসব করতে বলতেন না।’
জীবনে অনেকগুলো বছর শোয়েব খেলেছেন পাকিস্তানের হয়ে। তিনি জানিয়েছেন, ‘আমি সাত–আট বছর টানা পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছি। অনেকবার দেখেছি, বিরুদ্ধে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট নিয়ে আক্রম আমাকে সাহায্য করেছেন। নীচের দিকের উইকেট আমাকে নিতে হয়েছে শুধু।’
পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব প্রায় ৪০০–বেশি উইকেট নিয়েছেন ক্রিকেট জীবনে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2020 8:26 PM IST

