ভারতীয় ক্রিকেটারদের অতিরিক্ত মাথায় চড়ানোর ফল! শোচনীয় পরাজয়ে বিদ্ধ করলেন শোয়েব
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shoaib Akhtar says India does not deserve to be in the final after humiliating loss to England. ফাইনালে ওঠার যোগ্যতা ছিল না ভারতের ! রোহিতদের জন্য খারাপই লাগছে শোয়েবের
#লাহোর: বুধবার যখন নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল পাকিস্তান, শোয়েব আখতার জানিয়েছিলেন ফাইনালে ইংল্যান্ড নয়, তিনি চাইছেন ভারতকে। ভারত পাকিস্তান ফাইনালের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সেটা হয়নি। অ্যাডিলেডে তখন জস বাটলার আর অ্যালেক্স হেলস মিলে ভারতীয়র বোলারদের কচুকাটা করছিলেন, আর টুইটারে শোয়েব আখতার লিখেছেন, ভাইসব, আজ কি ওদের আউট করবে না?
না, ইংলিশ ওপেনারদের আউট করতে পারেননি ভারতীয় বোলাররা। ১০ উইকেটে হেরে রোহিত শর্মার দল ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। রবিবারের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ম্যাচের পর ভারতীয় দলের কঠোর সমালোচনা করেন শোয়েব। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের পরাজয় ভারতের মতো ফেবারিট দলের জন্য সত্যিই বিস্ময়কর এবং লজ্জার।
আরও পড়ুন - পাশে থাকুন ক্রিকেটারদের, ভারতীয় দলের খারাপ দিনে সমর্থকদের আর্জি সচিনের
টুইটারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের গতি তারকা এক ভিডিওবার্তায় বলেন, এটা ভারতের জন্য খুব বিব্রতকর পরাজয়। তারা ভয়ংকর রকম বাজে পারফর্মেন্স করেছে, পরাজয় তাদের প্রাপ্যই ছিল। তারা ফাইনালে ওঠার যোগ্যতাও রাখে না। তারা আজ খুব বাজেভাবে হেরেছে।
advertisement
advertisement
কন্ডিশন ছিল পেসারদের অনুকূলে, কিন্তু ভারতীয় দলে কোনো এক্সপ্রেস গতির পেসার নেই। ভারতের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন শোয়েব। রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালকে না খেলানোয় তিনি বিস্ময় প্রকাশ করেন। শোয়েবের ভাষায়, তারা একটি ম্যাচেও যুজবেন্দ্র চাহালকে খেলায়নি! ভারতের দল নির্বাচন বিভান্তিকর।
Embarrassing loss for India. Bowling badly exposed. No meet up in Melbourne unfortunately. pic.twitter.com/HG6ubq1Oi4
— Shoaib Akhtar (@shoaib100mph) November 10, 2022
advertisement
এটা ভারতের জন্য বাজে একটা দিন ছিল। টস হারের পরই তাদের মাথা নিচু হতে থাকে। ইংল্যান্ডের প্রথম পাঁচ ওভারের ব্যাটিং দেখেই ভারতীয়রা হাতে তুলে দেয় (আত্মসমর্পণ করে)। অন্তত তারা লড়াইটা তো করতে পারত! রাউন্ড দ্য উইকেট থেকে বাউন্সার ছুড়তে পারত। তাদের মাঝে কোনো আগ্রাসনই ছিল না!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 12:39 PM IST