লাহোর: নিজের ইউটিউব চ্যানেলে রোজ এক একটা মন্তব্য করে বোমা ফাটাচ্ছেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার জানিয়েছেন তিনি স্বপ্ন দেখেন পিসিবি চেয়ারম্যান হওয়া। সেটা হতে পারলে আমূল বদলে দেবেন পাকিস্তান ক্রিকেটকে। শোয়েব মনে করেন তিনি নিজে যেহেতু পাকিস্তানের জার্সিতে দীর্ঘদিন খেলেছেন তাই দেশের ক্রিকেটের উন্নতি কি করে করতে হয় তার জানা আছে।
শোয়েব স্পষ্ট জানিয়েছেন তাকে চেয়ারম্যান করা হলে তার প্রথম লক্ষ্য হবে ভারতীয় ক্রিকেটের কাছাকাছি নিয়ে আসা পাক ক্রিকেটকে। তার জন্য তার মাথায় নির্দিষ্ট কিছু ভাবনা আছে। প্রথমে ৫০ তারপরে ১০০ ক্রিকেটার তৈরি করতে চান যারা আগামী কুড়ি বছর বিশ্ব ক্রিকেটে শাসন করবে। আবার তিনটে ফরম্যাটে এক নম্বরে নিয়ে যেতে চান পাকিস্তানকে।
আখতার জানেন ক্রিকেট প্রতিভার ক্ষেত্রে ভারতের থেকে পিছিয়ে নেই পাকিস্তান। আগেও ছিল না। কিন্তু ক্রিকেট নিয়ে ব্যবসা এবং বিশাল বাজার তৈরি করার ক্ষেত্রে অনেক পিছিয়ে তারা। ক্রিকেটের বাজার তৈরি করার ফান্ডাও নাকি তার নখদর্পণ। শুধু দুটো বছর সময় চান। তাহলেই নাকি ক্রিকেটের বাজারে ভারতের দাদাগিরি শেষ করে দেবেন।
Shoaib Akhtar "reason I want to become PCB Chairman is I owe a debt of gratitude to Pakistan cricket as I am a beneficary of this system & country. I want to start by creating 12 superstars, then 50 more, then another 200 to 2000 kids who are also superstars as backups" #Cricket
— Saj Sadiq (@SajSadiqCricket) February 21, 2023
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে নভেম্বর মাসে। তিন মাস কেটে গিয়েছে তার পর থেকে। কিন্তু শাহিন আফ্রিদির একটি সিদ্ধান্ত আজও মানতে পারছেন না শোয়েব আখতার। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড। সেই ম্যাচে পুরো ৪ ওভার বল করেননি আফ্রিদি।
তিনি নিজে হলে প্রয়োজনে ইনজেকশন নিয়ে বল করতেন। শাহিন ভাল বোলার হতে পারেন, কিন্তু লড়াকু মানসিকতার নন। এমন ক্রিকেটার পছন্দ করেন না শোয়েব। ফাস্ট বোলারের হৃদয় সিংহের মতো হওয়া উচিত মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PCB, Shoaib Akhtar