ICC Champions Trophy 2025: 'ভারতে যাও আর ওখানেই ওদের মেরে আসো', ভাইরাল শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যাবে না ভারত। সাফ জানিয়ে দেওয়ার পরও বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি। চলেছে দুই দেশের ক্রিকেট বোর্ড ঠান্ডা লড়াই।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যাবে না ভারত। সাফ জানিয়ে দেওয়ার পরও বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি। চলেছে দুই দেশের ক্রিকেট বোর্ড ঠান্ডা লড়াই। তবে শেষ পর্যন্ত ভারতের অনড় মনোভাব ও আইসিসির হস্তক্ষেপের কাছে নমনীয় হতে বাধ্য হয়েছে পিসিবি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ হতে চলেছে হাইব্রিড মডেলে। তবে পরবর্তীতে ভারতে কোনও আইসিসি ইভেন্ট হলে সেক্ষেত্রেও হাইব্রিড মডেল অনুসরন করার শর্ত দিয়েছে পাকিস্তান।
এই বিষয়টিকে ভালভাবে দেখছেন পাকিস্তান প্রাক্তন স্পিড স্টার শোয়েব আখতার। হাইব্রিড মডেলে পিসিবির হোস্টিং রাইটস ও অধিক রেভিনিউ দাবিকে সমর্থন জানালেও ভবিষ্যতে ভারতে খেলতে না যাওয়ার পিসিবির সিদ্ধান্তকে সমর্থক করেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ভারতে খেলতে যাওয়ার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে ফেলেন শোয়েব আখতার।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে শোয়েব আখতার বলেন,”আমার মনে হয় ভারতে গিয়ে খেলার দিক থেকে আমাদের তরফেই বন্ধুত্বের হাত বাড়ানো উচিত। আমি সব সময় বিশ্বাস করি তাদের ঘরে গিয়ে খেল এবং ওখানে গিয়েই ওদের মারো।” শোয়েব আখতারের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেট দুনিয়ায় লেগে গিয়েছে দুই দেশের ক্রিকেট ফ্যানেদের।
advertisement
advertisement
Hybrid Model pehle decide ho gaya tha. Shoaib Akhtar
VC PTV sports official pic.twitter.com/6nZEthwHH3— iffi Raza (@Rizzvi73) December 1, 2024
প্রসঙ্গত, সূত্রের খবর, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের প্রাথমিক সূচি তৈরি হয়ে গেলেও তাতে বেশ কিছু পরিবর্তন করতে হবে। সাধারণত এত দেরি হয় না আইসিসি প্রতিযোগিতার সূচি ঘোষণায়। জটিলতার কারণেই এই দেরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ সম্ভাব্য তারিখ ২৩ ফেব্রুয়ারি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 10:09 PM IST