IND vs AUS: ভারতের হারের সঙ্গেই থামল দুবে ও বুমরাহের 'অশ্বমেধের ঘোড়া'! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs AUS: শুক্রবার অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় খেলায় ভারত চার উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ভারতের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ব্যর্থ হয়, যা শেষ পর্যন্ত দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়।

News18
News18
ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার শিবম দুবের টানা ৩৭ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড অবশেষে ভাঙল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। শুক্রবার অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় খেলায় ভারত চার উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ভারতের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ব্যর্থ হয়, যা শেষ পর্যন্ত দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১২৫ রানে অলআউট হয়। দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন অভিষেক শর্মা, যিনি ৩৭ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলেন। বাকি ব্যাটারা পুরোপুরি ব্যর্থ ছিল। জবাবে, অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ এবং ট্রেভিস হেড ওপেনিং জুটিতে ৫১ রান যোগ করে শক্ত ভিত গড়ে দেন। বরুণ চক্রবর্তী হেডকে আউট করলেও, মার্শ ও জশ ইংলিসের জুটি আরেকটি ৩৬ রান যোগ করে ম্যাচকে একতরফা করে তোলে।
advertisement
যদিও পরবর্তীতে অস্ট্রেলিয়া নিয়মিত ব্যবধানে কয়েকটি উইকেট হারায়, কিন্তু ছোট লক্ষ্য তাড়া করতে তাদের তেমন বেগ পেতে হয়নি। মাত্র ১৪তম ওভারেই তারা জয় নিশ্চিত করে ফেলে। এদিন ভারতের ব্যাটিং ব্যর্থতা ও অস্ট্রেলিয়ার বোলারদের শৃঙ্খলিত পারফরম্যান্সই ছিল ফল নির্ধারণের মূল কারণE এই হারের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত।
advertisement
advertisement
এই পরাজয়ের সঙ্গে শেষ হলো শিভব দুবের টানা ৩৭ ম্যাচের অপরাজিত রেকর্ড—টি২০ ক্রিকেটে যা এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ। একইসঙ্গে, জসপ্রীত বুমরাহর ২৪ ম্যাচের অপরাজিত ধারাও ভেঙে যায়। দুবের শেষ হার ছিল ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আর বুমরাহর শেষ পরাজয় ২০২১ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। পরবর্তী ম্যাচে জয়ে ফেরাই লক্ষ্য ভারতের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: ভারতের হারের সঙ্গেই থামল দুবে ও বুমরাহের 'অশ্বমেধের ঘোড়া'! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement