Shardul Thakur: নাইটদের হয়ে আরও ধামাকা করবেন শার্দূল, ঠাকুরের কৃপায় পূর্ণ আস্থা কোচের

Last Updated:
ম্যাচের সেরা পুরস্কার নিয়ে শার্দূল ঠাকুর
ম্যাচের সেরা পুরস্কার নিয়ে শার্দূল ঠাকুর
কলকাতা: শার্দূল ঠাকুর যে ব্যাট হাতে কামাল করতে পারেন এর আগে দেখা গিয়েছে টেস্ট ক্রিকেটে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে মনে রাখার মত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। তবে আইপিএলে কলকাতার জার্সিতে আরসিবি দলের বিপক্ষে তার ৬৮ রানের ইনিংস একটা মাইলস্টোন হয়ে থাকবে। ওই সময় শার্দূল এবং রিঙ্কু লড়াই করতে না পারলে হয়তো ম্যাচটা হেরেই যেত কেকেআর।
প্রথম দিকে ধরে খেলার চেষ্টা করলেন তিনি। ইনিংসের শেষ দিকে হাত খুললেন। ৩৩ বলে ৪৬ রান এল তাঁর ব্যাট থেকে। মারলেন ২টি চার এবং ৩টি ছয়। তাঁর সঙ্গে জুটি বাঁধেন শার্দূল। ষষ্ঠ উইকেট তাঁদের জুটিতে উঠল ১০৩ রান। শার্দূল ছিলেন বেশি আগ্রাসী। বেঙ্গালুরু শিবিরে তিনিই মূলত পাল্টা লড়াই পৌঁছে দিলেন কলকাতার পক্ষে। ৯টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে শার্দূল করলেন ২৯ বলে ৬৮ রান।
advertisement
advertisement
শার্দূল ঠাকুরের এমন ব্যাটিং পারফরম্যান্স দেখে অবশ্য অবাক হতে রাজি নন ছোটবেলার কোচ দীনেশ লাড। মুম্বই থেকে ফোনে একান্ত সাক্ষাৎকারে জানালেন সে কথা। রোহিত শর্মার কোচ নিজের হাতে বড় করেছেন শার্দূলকেও। কোচ দীনেশ লাদ মনে করেন শার্দূল কেকেআর দলে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করার বেশি সুযোগ পাবে।
advertisement
advertisement
তাই একদিক থেকে সেটা ভাল হয়েছে তার পক্ষে। শার্দূল কেকেআর জার্সিতে যত ভাল খেলবে, তত বিশ্বকাপে ভারতের হয়ে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হার্দিক এবং রবীন্দ্র জাদেজার পর তিন নম্বর অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। কোচ দীনেশ বললেন, শার্দূল মূলত বোলিং অলরাউন্ডার। কিন্তু নিজেকে ব্যাটসম্যান হিসেবে উন্নত করে শেষ দু বছরে।
advertisement
কেকেআর ওকে যে সুযোগটা দিয়েছে সেটা ওর পক্ষে দারুণ। শুধু একটা ম্যাচ নয়, মনে করে দেখুন পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে যে খেলাটা বন্ধ হয়ে গিয়েছিল সেখানেও কিন্তু নেমে ও ছক্কা মেরেছিল। এবারের আইপিএলে শার্দূলকে আরও ম্যাচ ঘুরিয়ে দেওয়া ইনিংস খেলতে দেখবেন। কলকাতায় আসার আগে কোচ দীনেশকে ফোন করে পরামর্শ চেয়েছিলেন ঠাকুর।
advertisement
ছোটবেলার কোচ শুধু বলেছেন ব্যাটিং নিয়ে নেটে বাড়তি সময় দিতে। তাতেই সাফল্য পেয়েছেন ঠাকুর। মিলেছে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। তবে এখানেই থামতে চান। এই আইপিএলটা শার্দূলের কাছে বিশ্বকাপের অ্যাসিড টেস্ট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shardul Thakur: নাইটদের হয়ে আরও ধামাকা করবেন শার্দূল, ঠাকুরের কৃপায় পূর্ণ আস্থা কোচের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement