কলকাতা: কলকাতা নাইট রাইডার্স এত সহজে আরসিবি দলটাকে হারিয়ে দেবে বোঝা যায়নি। কিন্তু এটাই ক্রিকেট। আগে থেকে অনেক ভবিষ্যৎবাণী মিলে না। এমনিতে দলের ওজনে এবং ধারে ভারে এগিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু বৃহস্পতিবার কেকেআর যে খেলাটা তুলে ধরেছে তার জবাব ছিল না বিরাট কোহলিদের কাছে। ম্যাচ জয়ের পর ইডেনের ড্রেসিংরুমে শাহরুখ খানের সঙ্গে সেলিব্রেশনে মাতল গোটা দল।
সেলিব্রেশন কথাটা হয়তো ঠিক নয়। বলা উচিত গোটা দলকে নতুন শপথ নেওয়ালেন কিং খান। ম্যাচ জয়ের পর শাহরুখের আনন্দের ভিডিও এবং ছবি প্রত্যেকেই দেখেছেন। কিন্তু ড্রেসিংরুমের ভেতরের ছবি এমনি দেখা সম্ভব নয়। সেটাই নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান রিঙ্কু সিং কে বলছেন তুমি লিড কর, আমরা সবাই একসঙ্গে বলব।
Yewwwwww beauttyyyy!!! 💜💜💜@iamsrk | #KKRvRCB | #AmiKKR | #TATAIPL 2023 pic.twitter.com/qbNYIIX8AU
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2023
রিঙ্কু খানিকটা লজ্জা পেতে শাহরুখ নিজেই শুরু করলেন শপথ বাক্য। তিনি বলেন, আমরা কেকেআর, আমাদের রক্ত এই জার্সির জন্য লড়াই করবে। অবস্থান যতই কঠিন হোক আমরা প্রতিটা ম্যাচে নিজেদের উজাড় করে দেব। কোচ চন্দ্রকান্ত পন্ডিত, অভিষেক নায়ার এবং গোটা দল এরপর হাততালি এবং শ্যাম্পেন ওপেন করেন।
আবার প্রত্যেককে জড়িয়ে ধরে চুমু খান শাহরুখ। বুঝিয়ে দিয়ে গেলেন একটা দল হিসেবে লড়াই করতে পারলে এই কেকেআর অনেক দলের রাতের ঘুম কেড়ে নেবে। পাঠান আসতেই নাইটরা বাদশা প্রমাণ পেল কলকাতা। তবে একটা ম্যাচের জন্য নয়, পুরো টুর্নামেন্টে এভাবে খেলতে হবে ছেলেদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন স্বয়ং কিং খান। এর থেকে বড় মোটিভেশন আর কী হতে পারে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2023, Kkr, RCB, Shahrukh Khan