চার মাসের বেতন বাকি ! সাকিবের কাঁকড়া ফার্মে তুমুল বিক্ষোভ শ্রমিকদের

Last Updated:

মালিক সাকিবের তরফে যদিও এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

#ঢাকা: করোনার তাণ্ডব চলছে এখন বাংলাদেশেও ৷ তারই মাঝে বাংলাদেশ ক্রিকেট দলের অল-রাউন্ডার সাকিবের কাঁকড়া ফার্মেও চলল তাণ্ডব ৷ শ্রমিক অসন্তোষ চরমে গিয়ে পৌঁছয় ৷ বাংলাদেশের সংবাদপত্র কালের কন্ঠের খবর অনুযায়ী, চার মাসের বেতন এখনও তারা পাননি ৷ তার জেরেই শ্রমিকরা বিক্ষোভ দেখান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাসুদ মোড়ের কাছে সাকিবের কাঁকড়া ফার্মে ৷
'‌সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড' এর শ্রমিকরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রীতিমতো আন্দোলনে নেমেছেন। এই খামারটি প্রায় ৫০ বিঘা জমির উপর তৈরি ৷ বিশাল এই কাঁকড়া ফার্মে গত চার বছর ধরে দু’শোর বেশি শ্রমিক কাজ করেন ৷ কিন্তু গত চার মাস ধরে বেতন না পেয়ে এবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শ্রমিকরা ৷ একে করোনার জেরে সব বন্ধ ৷ রোজগার নেই কোথাও ৷ তার উপর চার মাসের বেতন বকেয়া ৷ এভাবে বেশিদিন চললে তো শ্রমিকরা না খেতে  পেয়েই মারা যাবেন ৷ পুলিশ এসে পরে খামারে বিক্ষোভ সামাল দেন ৷ মালিক সাকিবের তরফে যদিও এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চার মাসের বেতন বাকি ! সাকিবের কাঁকড়া ফার্মে তুমুল বিক্ষোভ শ্রমিকদের
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement