মেসি নাকি এমবাপে? বিশ্বকাপ ফাইনালে কাকে সমর্থন করছেন শাহরুখ খান? জেনে নিন

Last Updated:

Shahrukh Khan supports Lionel Messi: বিশ্বকাপ ফাইনালে শাহরুখ খান কার সমর্থক?

#দােহা: বিশ্বকাপ ফাইনাল নিয়ে উন্মাদনা গোটা বিশ্বে। রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। আর এমন হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। মেসি নাকি এমবাপে, শেষ হাসি হাসবেন কে! আর্জেন্টিনা নাকি ফ্রান্স, কোন দেশে যাবে বিশ্বকাপ! উত্তর পেতে আর তো মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।
বিশ্বকাপ ফাইনালে ফুটবল নিয়ে আলোচনায় থাকবেন কিং খান। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ওয়েন রুনির সঙ্গে ফুটবল নিয়ে আলোচনায় স্টুডিওতে থাকবেন শাহরুখ খান। সে কথা বাহশাহ আগেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে শাহরুখ খান একজন ফুটবল সমর্থক হিসেবে কোন দেশকে সমর্থন করবেন! ফ্রান্স নাকি আর্জেন্টিনা!
advertisement
advertisement
p style="text-align: justify;">শাহরুখ খানকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনি ফাইনালে কোন দেশকে সমর্থন করছেন? শাহরুখ স্পষ্ট জানিয়ে দিলেন, মন বলছে মেসি। কিন্তু এমবাপের খেলা দেখতেও দারুণ লাগে।
শাহরুখ অবশ্য এদিন টাইপো করে বসলেন। এমবাপেকে লিখলেন এমবাপ্পা। তবে তাঁর ভক্তদের বুঝতে অসুবিধা হল না, কিং খান আসলে এমবাপেকেই বোঝাতে চেয়েছিলেন।
আরও পড়ুন- টেনশনের লেশমাত্র নেই, ফাইনালের আগে হাসি ঠাট্টায় অনুশীলন করল ফরাসি দল, রইল ছবি
পর পর দুবার বিশ্বকাপ জয়ের সুযোগ ফ্রান্সের সামনে। অন্যদিকে, আর্জেন্টিনা ৩৬ বছরের খরা কাটাতে মরিয়া। মেসির শেষ বিশ্বকাপ। আর তাঁকে বিশ্বকাপ জিতেই ফেয়ারওয়েল দিতে চাইছেন তাঁর সতীর্থরা। মেসি নিজেও বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কাতার বিশ্বকাপে ইতিমধ্যে ৫টি গোল করে ফেলেছেন। তিনটি গোল করিয়েছেন।
advertisement
অনেকেই বলছেন, মেসি এবার অন্যরকম। আগে তাঁকে এতটা শান্ত অথচ আক্রমণাত্মক দেখা যায়নি। এবার কাপ জয়ের জন্য অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন আর্জেন্টাইন তারকা। কথাটা ভুল বলছেন না তাঁরা। আর্জেন্টিনার খেলা যেন অপারেট করছেন মেসি। সারা মাঠে ছুটে খেলছেন। কাপ জয়ের জন্য তিনি আগের থেকে অনেক বেশি ক্ষুধার্ত আজ।
বাংলা খবর/ খবর/খেলা/
মেসি নাকি এমবাপে? বিশ্বকাপ ফাইনালে কাকে সমর্থন করছেন শাহরুখ খান? জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement