চশমা খুললেন...চোখ বন্ধ! শাহরুখ খানকে জাতীয় সঙ্গীত গাইতে দেখে মুগ্ধ ভক্তরা, ভিডিও ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan in Ipl 2025 opening ceremony- শনিবার ইডেনে জাতীয় সঙ্গীতের সময় কালো চশমা খুলে ফেলেন শাহরুখ। গোটা অনুষ্ঠান তিনি সঞ্চালনা করছিলেন কালো চশমা পরেই। তবে জাতীয় সঙ্গীতের সময় তিনি চশমা খুলে রাখলেন।
কলকাতা: এবার আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে তিনিই ছিলেন সব থেকে বড় চমক। এবার তিনি শুধুমাত্র কেকেআর কর্ণধার ছিলেন না। এবার তিনিই ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক।
ইডেনে শনিবার শাহরুখ খান নাচলেন, সঞ্চালনা করলেন। তবে তাঁর একটি ব্যাপার দেখে মুগ্ধ ভক্তরা। এদিন কিং খানের সিনেমা পাঠানের গানে পা মেলালেন বিরাট কোহলি। এদিন কোহলিকে মাঠে নামার আগে নাচিয়ে ছাড়লেন শাহরুখ।
গোটা ইডেন ‘ঝুমে যো পাঠান’-এর তালে তাল মেলাল। সেই গানে নাচলেন কোহলি। এমনকী নাচলেন কেকেআরের তারকা রিঙ্কু সিংও। ইডেনে এসে শাহরুখ জিজ্ঞাসা করলেন, ”কেমন আছো কলকাতা?” ভরা ইডেন গর্জে উঠল কিং খানের ডাকে।
advertisement
advertisement
আরও পড়ুন- ম্যাচেই ইডেনে ঢুকে বিরাটের পায়ে লুটোপুটি, কী মতলব ভক্তের? পুলিশের কাছে ধৃতের দাবিতে চমক!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণের উদ্বোধন হয়ে গেল কলকাতায়। বলিউড বাদশা উদ্বোধনী মঞ্চে সঞ্চালনা করে সবার মন জিতলেন। শাহরুখ বলে গেলেন, ”পার্টি পাঠান কে ঘর রাখোগে তো পাঠান তো মেহমান নওয়াজি কে লিয়ে তো আনা পড়েগা।”
advertisement
Pic Treasure: During the National Anthem 🇮🇳 Shah Rukh Khan removed his glasses & started reciting with closing eyes in the respect #KKRvsRCB #IPL2025 #ShahRukhKhan pic.twitter.com/nMukrlL52R
— ℣ (@Vamp_Combatant) March 22, 2025
এদিন জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। আর জাতীয় সঙ্গীত গাইবার সময় শাহরুখ প্রথমে চশমা খুললেন, তার পর চোখ বন্ধ করে জন গণ মন গাইলেন। কিং খানের দেশের প্রতি এমন শ্রদ্ধা অবনত হয়ে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
আরও পড়ুন- IPL উদ্বোধনে অনুষ্কার দুর্দান্ত নাচ! হবু বউকে মঞ্চে দেখে হা বিরাট কোহলি, তার পর…
শনিবার ইডেনে জাতীয় সঙ্গীতের সময় কালো চশমা খুলে ফেলেন শাহরুখ। গোটা অনুষ্ঠান তিনি সঞ্চালনা করছিলেন কালো চশমা পরেই। তবে জাতীয় সঙ্গীতের সময় তিনি চশমা খুলে রাখলেন। তার পর চোখ বুজে গাইলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 23, 2025 5:21 PM IST