ICC Champions Trophy 2025: মাঠে চূড়ান্ত অসভ্যতা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শাস্তি হল ৩ পাকিস্তান ক্রিকেটারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ধাক্কা খেল পাকিস্তানের ৩ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ম্যাচে মাঠে ঝামেলায় জড়িয়ে ও অভব্য আচারণ করার অপরাধে শাস্তির মুখে পড়তে হল তাদের।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ধাক্কা খেল পাকিস্তানের ৩ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ম্যাচে মাঠে ঝামেলায় জড়িয়ে ও অভব্য আচারণ করার অপরাধে শাস্তির মুখে পড়তে হল তাদের। শাহির শাহ আফ্রিদি, সাউদ সাকিল ও কামরান গুলামকে নিয়ম ভাঙার অপরাধে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। অতীতে এমন ফের হলে আরও বড় কোপের মুখে পড়তে পারেন তারা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে প্রোটিয়া ক্রিকেটার ম্যাথু ব্রিজকেপ সঙ্গে ঝামালায় জড়িয়ে পড়েন শাহিন আফ্রিদি। রান নেওয়া সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটারের সামনে ইচ্ছেকৃতভাবে দাঁড়িয়ে পড়েন শাহিন। দুজনের ধাক্কাও লাগে। এরপর মাঠেই একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দুজন। শাহিনকে তেড়ে যেতেও দেখা যায় ব্রিটজকের দিকে।
অপরদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে রান আউট করে মাঠেই উত্তেজনার বসে এমন সেলিব্রেশন করেন সাউদ সাকিল ও কামরান গুলাম। টেম্বা বাভুমার পথ আটকে সেলিব্রেশন করতে দেখা যায়, এমনকী তাঁর মুখের সামনে গিয়েও অঙ্গভঙ্গি করেন পাক ক্রিকেটাররা। যা একেবারেই ভালভাবে নেননি ম্যাচ রেফারি শাস্তি হয়েছে দুজনেরই।
advertisement
advertisement
ঝামেলায় জড়ানোয় শাহিন আফ্রিদির ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে পাক পেসারকে। এই ডিমেরিট পয়েন্ট বেশি বিপদজনক। কারণ ভবিষ্যতে ফের এমন হলে নির্বাসিত হতে হবে শাহিন শাহ আফ্রিদিকে। অন্যদিকে, সাউদ সাকিল ও কামরান গুলামের ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে সতর্ক করা হয়েছে আইসিসির তরফে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 8:44 AM IST